জোনাক হয়ে জ্বলি

মাহফুল আখতার | বৃহস্পতিবার , ৬ নভেম্বর, ২০২৫ at ৯:২৯ পূর্বাহ্ণ

বক্ষ জুড়ে থাকি না তাই

মগ্ন অতল আকাশ ছু্‌ঁয়ে যাই।

সেতার তানে ভেসে ভেসে

বাউরী মনের বাতায়নে ঠাঁই।

তারই অতল আকাশ তলে

ঘাসের সনে শিশির লুটোপুটি

রোজ প্রত্যুষে তাইতো ভালে

ভালোবাসার পুষ্প হয়ে ফুটি।

চুলের বেণীয় জড়ালে ফুল

ভুবন যেনো গন্ধে আকুল।

কল্প কাঁথায় কষ্ট কাঁকর ঢাকি

জারুল চোখে তার স্বপ্ন আঁকি।

হয়তো প্রাণের চাওয়ার আশে

থাকি নাকো তরীর কাছে,

চিত্ত আকুল! ভুলি যদি পাছে

জোনাক হয়ে জ্বলি তারই পাশে।

সকাল দুপুর দুঃখ সুখের গল্পগুলি

তাইতো তাকেই নতুন করে বলি।

পূর্ববর্তী নিবন্ধভালোবাসি এ জীবন
পরবর্তী নিবন্ধযেকোনো মূল্যে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে