জয়, পুতুল ও ববিসহ ৮ জনের বিরুদ্ধে মামলা করবে দুদক

অর্থ আত্মসাৎ, কর ফাঁকি ও সন্দেহজনক লেনদেনের অভিযোগ

| বৃহস্পতিবার , ৬ নভেম্বর, ২০২৫ at ৮:৫২ পূর্বাহ্ণ

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল ও বোনের ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববিসহ আটজনের বিরুদ্ধে দুর্নীতির আরেকটি মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)-এর বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে মামলাটি করার কথা বলছে দুদক। গতকাল বুধবার সংস্থার মহাপরিচালক মো. আক্তার হোসেন সাংবাদিকদের এ তথ্য দিয়েছেন। তিনি বলেন, দুদকের সহকারী পরিচালক মুবাশ্বিরা আতিয়া তমা ঢাকার সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করবেন। খবর বিডিনিউজের। দুদক বলছে, সিআরআইএর মাধ্যমে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের আশ্বাস দিয়ে রাষ্ট্রীয় অর্থের ক্ষতি, অর্থ আত্মসাৎ, কর ফাঁকি ও সন্দেহজনক লেনদেন করা হয়েছে। শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় সিআরআই ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল ভাইস চেয়ারম্যান এবং বোন শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ট্রাস্টি হিসেবে দায়িত্বরত ছিলেন।

অন্য যাদের আসামি করার কথা বলছে দুদক তারা হলেনসাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, সাবেক এনবিআর চেয়ারম্যান মোশারফ হোসেন ভূঁইয়া ও সাবেক এনবিআর সদস্য রওশন আরা আক্তার, সিআরআই এঙিকিউটিভ ডিরেক্টর শাব্বির বিন শামস।

দণ্ডবিধির ৪০৯/১০৯ ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭এর ৫() ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২এর ৪() ও ৪() ধারায় তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হচ্ছে। অনুসন্ধানের বরাতে দুদক বলছে, রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে সিআরআইকে করমুক্ত সুবিধা দেওয়া হয়। প্রতিষ্ঠানটি সমাজসেবা অধিদপ্তর থেকে নিবন্ধিত না হয়েও বিশেষ কর সুবিধা নিয়েছে। এছাড়া বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের ওপর চাপ প্রয়োগ করে অবৈধভাবে ২৩টি কোম্পানি থেকে ৪৫ কোটি ৩৫ লাখ টাকার বেশি অনুদান আদায় করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসকল ষড়যন্ত্র রুখে দিতে ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে
পরবর্তী নিবন্ধরাজনৈতিক সততাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় বিনিয়োগ