ইরাক যুদ্ধের মূল পরিকল্পনাকারী ডিক চেনি মারা গেছেন

| বুধবার , ৫ নভেম্বর, ২০২৫ at ১১:৪৭ পূর্বাহ্ণ

ইরাক যুদ্ধের অন্যতম মূল পরিকল্পনাকারী ও যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি মারা গেছেন। গত সোমবার নিউমোনিয়া ও হৃদরোগজনিত জটিলতায় ৮৪ বছর বয়সে তার মৃত্যু হয়। পরিবারের দেওয়া বিবৃতিতে গতকাল মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে। ২০০১ থেকে ২০০৯ সাল পর্যন্ত প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের প্রশাসনে ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন রিপাবলিকান নেতা চেনি। তাকে আধুনিক আমেরিকান রাজনীতির ইতিহাসে সবচেয়ে ক্ষমতাধর ভাইস প্রেসিডেন্টদের একজন হিসেবে বিবেচনা করা হয়। ২০০৩ সালে ইরাক আক্রমণের পেছনে তিনি ছিলেন অন্যতম প্রধান কৌশলবিদ ও সমর্থক।

চেনি দৃঢ়ভাবে দাবি করেছিলেন, ইরাকের কাছে গণবিধ্বংসী অস্ত্র রয়েছে এবং দেশটি যুক্তরাষ্ট্রের জন্য হুমকি হয়ে উঠছে। তবে পরবর্তীতে যুক্তরাষ্ট্রের তদন্তে এমন কোনো অস্ত্রের অস্তিত্ব পাওয়া যায়নি।

চেনি মার্কিন প্রশাসনের ভেতরেও বেশ বিতর্কিত ছিলেন। পররাষ্ট্রমন্ত্রী কলিন পাওয়েল ও কনডোলিজা রাইসসহ একাধিক কর্মকর্তার সঙ্গে তার মতবিরোধ ছিল।

ইরাক যুদ্ধের মূল পরিকল্পনাকারী

রক্ষণশীল রিপাবলিকান রাজনীতিক চেনি ও তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ডোনাল্ড রামসফেল্ড ২০০৩ সালের মার্চে ইরাক আক্রমণের জন্য সবচেয়ে জোরালোভাবে সওয়াল করেছিলেন। তিনি দাবি করেছিলেন, ইরাকের সঙ্গে আলকায়েদার যোগাযোগ রয়েছে এবং ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলার সঙ্গে তাদের সম্পর্ক থাকতে পারেযা পরে তদন্তে অসত্য প্রমাণিত হয়।

পূর্ববর্তী নিবন্ধওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন সৌদি যুবরাজ : হোয়াইট হাউজ
পরবর্তী নিবন্ধফিলিস্তিনি বন্দিকে নিগ্রহের ভিডিও ফাঁস, ইসরায়েলি বাহিনীর সাবেক আইনজীবী গ্রেপ্তার