মালদ্বীপ ২০০৭ সালের ১ জানুয়ারি বা তার পর জন্ম নেওয়া সব তরুণ বয়সীদের জন্য ধূমপান নিষিদ্ধ করেছে। এর মধ্য দিয়ে দক্ষিণ এশিয়ায় একমাত্র দেশ হিসাবে মালদ্বীপই প্রজন্মগতভাবে তামাকের ওপর নিষেধাজ্ঞা দিল। গত শনিবার (১ নভেম্বর) থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। নতুন আইনে ওই বয়সসীমার আওতায় যারা পড়বে, তাদের জন্য এখন থেকে তামাক কেনা এবং বেচা অবৈধ বলে গণ্য হবে।
এখন থেকে কম বয়সী কারও কাছে তামাকজাত পণ্য বিক্রি করলে ৫০ হাজার রুফিয়াহ জরিমানা দিতে হবে। তাছাড়া, ভ্যাপ ব্যবহারে ৫ হাজার রুফিয়াহ জরিমানা দিতে হবে। সব ধরনের তামাকজাত পণ্যে এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে এবং তামাকজাত পণ্য বিক্রির আগে কোনও ব্যক্তির বয়স যাচাই করে নেওয়ার প্রয়োজন পড়বে খুচরা বিক্রেতাদের। মালদ্বীপে ছুটি কাটাতে যাওয়া দর্শনার্থীদের জন্যও একই নিয়ম প্রযোজ্য থাকবে। খবর বিডিনিউজের।












