সিএসই’তে লেনদেন ১৮.৭৪ কোটি টাকা

আজাদী ডেস্ক | বুধবার , ৫ নভেম্বর, ২০২৫ at ১১:৪৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসিতে গতকাল মঙ্গলবার লেনদেন হয় ১৮.৭৪ কোটি টাকা। মোট ১,৪০৯ টি লেনদেনের মাধ্যমে মোট ২৯.৭৩ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৯১.১৪ পয়েন্ট কমেছে, যা হলো ১৪,১৩৪.৪৫ পয়েন্টে এবং সিএসই৫০ মূল্যসূচক ৬.৪৫ পয়েন্ট কমেছে, যা হলো ১,০৮২.৩৪ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ৭.২৩ পয়েন্ট কমেছে, যা হলো ৮৮৮.৮৯ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স এর মূল্যসূচক ১৬.৩৬ পয়েন্ট কমেছে, যা হলো ১,৯৩০.০৭ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসই’র বাজার মূলধণের পরিমাণ হলো ৬৯৪,৮৬২.২৩ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৭১,১৮৬.৭৩ কোটি টাকা। সিএসই’তে ৬৩৮ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৯১টির, এর মধ্যে দাম বেড়েছে ৫০টির, দাম কমেছে ১১৪টি আর অপরিবর্তিত রয়েছে ২৭টির।

পূর্ববর্তী নিবন্ধহেমন্তের ধূসর দিনে স্মৃতির পাণ্ডুলিপি
পরবর্তী নিবন্ধমালদ্বীপে তরুণ প্রজন্মের জন্য ধূমপান নিষিদ্ধ