হেমন্তের ধূসর দিনে স্মৃতির পাণ্ডুলিপি

| বুধবার , ৫ নভেম্বর, ২০২৫ at ১১:৪৫ পূর্বাহ্ণ

বোধন আবৃত্তি পরিষদের সভাপতি আবৃত্তিশিল্পী রণজিৎ রক্ষিতের ৭ম প্রয়াণবার্ষিকী উপলক্ষ্যে চসিক মিউনিসিপ্যাল মডেল স্কুল অ্যান্ড কলেজে গত ৩১ অক্টোবর বোধনের উদ্যোগে আয়োজিত হয় ‘হেমন্তের ধূসর দিনে স্মৃতির পাণ্ডুলিপি’ শিরোনামে রণজিৎ রক্ষিত স্মরণানুষ্ঠান। অনুষ্ঠানের সূচনা হয় শাওন প্রিয়ার সঙ্গীত পরিবেশনের মাধ্যমে। স্মরণ ও স্মৃতিকথায় অংশ নেন বোধনের সহসভাপতি শিমুল নন্দী, সাধারণ সম্পাদক প্রণব চৌধুরী, রাজিউর রহমান বিতান, লাভলী আক্তার নিশাত, মোহিনী সংগীতা সিংহ, জিকো সরকার ও বোধন সভাপতি আবদুল হালিম দোভাষ।

আবৃত্তি পরিবেশনায় ছিলেন লাভলী আক্তার নিশাত, মোহিনী সংগীতা সিংহ, জিকো সরকার, শিমলা চৌধুরী, ইলা বড়ুয়া, অনিমেষ পালিত, যারীন সুবাহ্‌ ও পুস্পিতা সেন। সঙ্গীত পরিবেশনায় আরও ছিলেন প্রণিতা দেব চৈতী। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন বোধন সভাপতি আবদুল হালিম দোভাষ। সঞ্চালনায় ছিলেন মাইনুল আজম চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিএনপির মনোনয়ন না পেয়ে যা বললেন কনকচাঁপা
পরবর্তী নিবন্ধসিএসই’তে লেনদেন ১৮.৭৪ কোটি টাকা