সিজেকেএস ক্লাব সমিতি আয়োজিত মেয়র চ্যালেঞ্জ কাপ ফুটবল টুর্নামেন্টে ব্রাদার্স ইউনিয়ন এবং এস এ ফ্যামিলি স্পোর্টস ক্লাবের খেলা ড্র হয়েছে। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের ৫ম খেলায় দু’দলের খেলা ১–১ গোলে ড্র হয়। ফলে পয়েন্ট ভাগ করে নিয়েই মাঠ ত্যাগ করতে হয় তাদের। ৩ খেলা শেষে এস এ ফ্যামিলি স্পোর্টস ক্লাব ৫ পয়েন্ট পেয়েছে। তারা ২টি খেলায় ড্র এবং ১টি খেলায় জয়লাভ করেছে। লিগ টেবিলে তারা এখন দ্বিতীয় স্থানে অবস্থান করছে। অন্যদিকে ব্রাদার্স ইউনিয়ন ২ খেলা শেষে মাত্র ১ পয়েন্ট পেয়েছে। ব্রাদার্স তাদের প্রথম খেলায় ঐতিহ্যবাহী মোহামেডানের কাছে হার মেনেছিল। তবে গতকাল খেলার শুরুতেই আক্রমণে উঠে ব্রাদার্স ইউনিয়ন। প্রথম মিনিটেই সূচিত হওয়া আক্রমণ থেকে কাউছার আলী রাব্বি দারুণ একটা ক্রস করেন এস এ ফ্যামিলির সীমানায়। দলের মোহাম্মদ শাহিন আলম সে ক্রস ধরে দুর্দান্ত শট করেন গোলমুখে। দুর্ভাগ্য তার এবং তার দলের। বল সাইডবারে লেগে প্রতিহত হয়। এতে করে বঞ্চিত হতে হয় ব্রাদার্স ইউনিয়নকে। এরপর দু’দলই আক্রমণ প্রতি আক্রমণ করে খেলতে থাকে। ২১ মিনিটের সময় এস এ ফ্যামিলি যায় আক্রমনে। এ সময় ব্রাদার্স বক্সে দলের রোমানকে ফাউল করা হয়। ঢাকা হতে আগত রেফারী আলমগীর হোসেন পেনাল্টির বাঁশি বাজান এস এ ফ্যামিলির পক্ষে। তা থেকে দলের আবু বক্কর ছিদ্দিক বাবু ব্রাদার্স গোলকিপার সাদ্দাম হোসেনকে পরাস্ত করে দলকে ১–০ গোলে এগিয়ে নেন। কিন্তু এ গোল বেশিক্ষণ ধরে রাখতে পারেনি এস এ ফ্যামিলি স্পোর্টস ক্লাব। পাল্টা আক্রমনেই গোল শোধ করে দিতে সক্ষম হয় ব্রাদার্স ইউনিয়ন। ডান প্রান্ত থেকে কাউছার আলী রাব্বি চমৎকার মাইনাস করেন এস এ ফ্যামিলির গোলমুখে। ব্রাদার্সের মোহাম্মদ আমিরুজ্জামান সায়মন তা থেকে হেড করে বল জালে জড়িয়ে দেন। খেলায় আসে সমতা (১–১)। এ গোলের পর দু’দলই আক্রমণ পাল্টা আক্রমণ করে খেললেও তা থেকে জোরালো কোন সুযোগ তৈরি করতে পারেনি কেউই। এ অর্ধের ইনজুরি টাইমে ব্রাদার্সের রাব্বিকে বক্সে ফাউল করে এস এ ফ্যামিলির ডিফেন্ডাররা। ব্রাদার্স পেনাল্টি দাবি করলেও তা নাকচ করেন রেফারী। ফলে প্রথমার্ধ ১–১ গোলের ড্রতেই শেষ হয়। দ্বিতীয়ার্ধে এ দু’দলের খেলা ছিল অনেকাংশে নিষ্প্রাণ। বরং দু’দলের মধ্যে দৈহিক শক্তি প্রয়োগ করে খেলার প্রবণতা দেখা দেয়। রেফারীকেও এজন্য কার্ড প্রদর্শন করতে হয়। এ অর্ধের ২১ মিনিটে এস এ ফ্যামিলির জাহেদুল আলম গোলমুখি জোরালো শট নেন। বল ব্রাদার্স ডিফেন্ডারের পায়ে লেগে মাঠের বাইরে চলে যায়। এ অর্ধে উল্লেখযোগ্য আর কোন আক্রমণ গড়তে পারেনি দু’দল। ফলে পয়েন্ট ভাগ করেই সন্তুষ্ট হতে হয় ব্রাদার্স এবং এস এ ফ্যামিলিকে।
গতকালের খেলায় ম্যান অব দা ম্যাচ নির্বাচিত হন ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের খেলোয়াড় কাউছার আলী রাব্বি। খেলা শেষে তার হাতে পুরস্কার হিসেবে ক্রেস্ট এবং নগদ ২,০০০ টাকা তুলে দেন চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব ব্লুজের সভাপতি সরওয়ার আলম, সিজেকেএস ক্লাব সমিতির সহ–সভাপতি মো. মাহবুব আলম, অতিরিক্ত সাধারণ সম্পাদক আ.ন.ম ওয়াহিদ দুলাল, সদস্য এ এস এম সাইফুদ্দিন চৌধুরী। আজ ৫ নভেম্বর বুধবার, দুপুর ২.৪৫ টায় কল্লোল সংঘ গ্রীন এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন একাদশ পরস্পরের মোকাবেলা করবে।












