সাউদার্ন ইউনিভার্সিটিতে থ্রো বল প্রশিক্ষণ শুরু

| বুধবার , ৫ নভেম্বর, ২০২৫ at ১১:৩৯ পূর্বাহ্ণ

বাংলাদেশ থ্রো বল অ্যাসোসিয়েশনের উদ্যোগে সাউদার্ন ইউনিভার্সিটিতে শুরু হয়েছে থ্রো বল প্রশিক্ষণ। গতকাল মঙ্গলবার সকালে সাউদার্ন ইউনিভার্সিটি ক্যাম্পাসে থ্রো বল প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ থ্রো বল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক, সাউদার্ন ইউনিভার্সিটির উপাচার্য (ভারপ্রাপ্ত) . শরীফ আশরাফউজ্জামান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রেজিস্ট্রার আ ফ ম মোদাচ্ছের আলী। বিশ্ববিদ্যালয়ের ৪০ জন শিক্ষার্থী থ্রো বল প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করছেন। বাংলাদেশ থ্রো বল অ্যাসোসিয়েশনের সহসভাপতি মো. দীন ইসলামের সভাপতিত্বে ও সাউদার্ন ইউনিভার্সিটির ক্রীড়া বিভাগের ইন চার্জ সাইফুল্লাহ্‌ চৌধুরীর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠান ও তত্ত্বীয় সেশন শেষে মাঠে প্রশিক্ষণ পর্ব পরিচালনা করেন বাংলাদেশ থ্রো বল অ্যাসোসিয়েশনের সদস্য ও কোচ বি এম শহীদুজ্জামান ও ঝর্ণা আকতার। আজ বুধবার সকালে তারুণ্যের উৎসব টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণের মাধ্যমে কর্মসূচির পরিসমাপ্তি ঘটবে।

পূর্ববর্তী নিবন্ধনিরব স্মৃতি ওডিআই ক্রিকেটে চট্টগ্রাম ইয়ুথ একাডেমির জয়
পরবর্তী নিবন্ধপ্রস্তুতির জন্য আবারো চট্টগ্রাম এসেছে নারী ফুটবল দল