নগরীর চান্দগাঁওয়ের মধ্যম মোহরা এলাকায় অস্ত্র–কার্তুজসহ পুলিশের হাতে গ্রেপ্তার এক ব্যক্তিকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি অপর একটি ধারায় তাকে আরো ৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। উভয় দণ্ড একসাথে চলবে।
গতকাল চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ সিরাজাম মুনীরা এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত মো. আব্দুর রহিম প্রকাশ ডাকাত রহিম চান্দগাঁও থানাধীন হামিদ চর এলাকার বাসিন্দা। রায় ঘোষণার সময় তিনি কাঠগড়ায় হাজির ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মোরশেদুর রহমান চৌধুরী আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ৬ জন সাক্ষীর সাক্ষ্য শেষে বিচারক এ রায় ঘোষণা করেছেন। আদালতসূত্র জানায়, ২০১৫ সালের ২২ মে নগরীর চান্দগাঁও থানাধীন মধ্যম মোহরা হিন্দুপাড়া এলাকা থেকে একটি একনলা বন্দুক ও একটি শর্ট গানের কার্তুজসহ আব্দুর রহিম প্রকাশ ডাকাত রহিমকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়। তদন্ত শেষে ২০১৫ সালের ২১ জুন তার বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা। এরপর ২০১৬ সালের ১০ এপ্রিল রহিমের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন বিচারক।












