চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. আজিজুল হক চেয়ারম্যান বলেছেন, বিএনপি জনগণের ক্ষমতায় বিশ্বাসী। জনগণকে সঙ্গে নিয়ে আমরা ফ্যাসিস্ট স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছি। প্রতিকূল পরিস্থিতিতেও আমরা তাদের পাশে ছিলাম। জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির নেতা–কর্মীরা প্রাণ দিয়েছে, রক্ত দিয়েছে। তাই জনগণের প্রত্যাশা বিএনপির নেতৃত্বে এদেশে আবারও গণতন্ত্র ফিরে আসবে। তিনি গত ৩১ অক্টোবর বোয়ালখালীর শ্রীপুর ইউনিয়নে সরস্বতী ও বিপদ নাশিনী মাতৃমন্দির আয়োজিত জগদ্ধাত্রী পূজা উপলক্ষে চারদিনব্যাপী অনুষ্ঠানমালার সমাপনী দিনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। রাজু তালুকদারের সভাপতিত্বে ও চন্দন চৌধুরীর সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক রাসেল চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আজগর, ৮নং শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ আজাদ খান, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ–সভাপতি মোহাম্মদ দৌলত মিয়া ও প্রচার সম্পাদক মো. শহীদুল আলম শহীদ, রতন চৌধুরী, এস প্রকাশ পাল, টিসু চৌধুরী ও আশু দাশ, এমরান আলী শারুক, মনিরুল ইসলাম আজাদ, জানে আলম নান্নু, মো. সালাউদ্দীন, মাহাবুবুল আলম কাজল, মিজানুর রহমান, মোরশেদ আলম, ইমরান রানা প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












