কারো উস্কানিতে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা যাবে না

দেবপাহাড় পূর্ণাচার বৌদ্ধ বিহার চীবর দান অনুষ্ঠানে মেয়র

| বুধবার , ৫ নভেম্বর, ২০২৫ at ১১:২৩ পূর্বাহ্ণ

সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, চট্টগ্রাম এমন এক নগরী যেখানে সব ধর্ম ও সমপ্রদায়ের মানুষ পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল থেকে বহুদিন ধরে সমপ্রীতির বন্ধন বজায় রেখেছে। এই ঐতিহ্যকে নষ্ট করার যেকোনো অপচেষ্টা রুখে দিতে হবে। কারো উস্কানিতে সামপ্রদায়িক সমপ্রীতি নষ্ট করা যাবে না।

গতকাল মঙ্গলবার দেবপাহাড় পূর্ণাচার আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান ও এসএসসি ও এইচএসসিতে জিপিএ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমি সব ধর্মের মানুষদের জন্য চট্টগ্রামকে একটি ‘সেফ সিটি’ হিসেবে গড়তে চাই। আমাদের স্বপ্নের বাংলাদেশ সাম্যের বাংলাদেশ। আমরা কবি নজরুলের গাহি সাম্যের গানমানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ানএই চেতনাকে লালন করি। আমাদের লক্ষ্য সমাজকে এমনভাবে বিনির্মাণ করা যেখানে সব ধর্ম, বর্ণ ও শ্রেণির মানুষ নিরাপদে বসবাস করতে পারে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক জ্ঞানরঞ্জন মহাথের। আশীর্বাদক ছিলেন ড. জ্ঞানশ্রী মহাস্থবির, সংবার্ধিত অতিথি ছিলেন ড. ভান্তে ধম্মচেতি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীর ৭ মামলার আসামি বাকলিয়ায় গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধচাঁদে একদিন