লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ বি–৪ এর উদ্যোগে গত ১ নভেম্বর নগরীর একটি কনভেনশন সেন্টারে মাসব্যাপী অক্টোবর সেবা কর্মসূচির সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে লায়ন্স ক্লাব অব চিটাগাং প্রেসিডেন্সী,সিটি, পারিজাত এলিট, তিলোত্তমা, কর্ণফুলী, মেট্রোপলিটন,পোর্ট সিটি,ডায়নামিক সিটি এবং কসমোভ্যালীর সহযোগিতায় মা ও শিশু হাসপাতালে ৩০ টি এবং চট্টগ্রাম লায়ন্স চক্ষু হাসপাতালের রোগীদের জন্য ৪টি হুইল চেয়ার প্রদান করা হয়। মা ও শিশু হাসপাতালের পক্ষে হুইল চেয়ার গ্রহন করেন হাসপাতালের প্রেসিডেন্ট লায়ন এস. এম. মোরশেদ হোসাইন এবং চক্ষু হাসপাতালের পক্ষে হুইল চেয়ার গ্রহণ করেন চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের সেক্রেটারী লায়ন দেবাশীষ দত্ত। কেবিনেট সেক্রেটারী লায়ন মো. আবু মোরশেদের সহযোগিতায় লায়ন নাসরিন ইসলাম ও লায়ন লুবনা হুমায়ুনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অক্টোবর সেবা কর্মসূচি কমিটির চেয়ারম্যান ও প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন মো. কামরুজ্জামান লিটন। প্রধান অতিথি ছিলেন প্রাক্তন জেলা গভর্নর ও গেট এরিয়া লীডার সিএসিক্স লায়ন কাজী সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মাল্টিপল কাউন্সিল চেয়ারপার্সন লায়ন আশরাফ হোসেন খাঁন হীরা এবং জেলা গভর্নর লায়ন মোসলেহউদ্দিন আহমেদ অপু। সম্মানিত অতিথি ছিলেন সদ্য প্রাক্তন জেলা গভর্ণর লায়ন কোহিনুর কামাল। প্রাক্তন জেলা গভর্নরদের মধ্যে উপসিাথত ছিলেন লায়ন প্রফেসর এ. কাইউম চৌধুরী, লায়ন রুপম কিশোর বড়ুয়া, লায়ন মো. কবিরউদ্দিন ভুঁইয়া, লায়ন সিরাজুল হক আনসারী, লায়ন মোস্তাক হোসাইন, সিএলএফ চেয়ারম্যান লায়ন নাসিরউদ্দিন চৌধুরী, লায়ন ডা. সুকান্ত ভট্টাচারিয়া, লায়ন আল সাদাত দোভাষ, লায়ন শেখ শামসুদ্দিন আহমেদ সিদ্দিকী, লায়ন এম.ডি.এম মহিউদ্দিন চৌধুরী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লায়ন গাজী মোহাম্মদ শহীদুল্লাহ, লায়ন মিরাজুর রহমান তুহিন, লায়ন মাঈনুদ্দিন জিলাল, লায়ন অশেষ কুমার উকিল, লায়ন জাহানারা বেগম, লায়ন আনিসুল হক চৌধুরী, লায়ন মোরশেদুল হক চৌধুরী, লায়ন একেএম নবিউল হক সুমন, লায়ন নিশাত ইমরান, লায়ন এম.এইচ শাহ বেলাল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












