চট্টগ্রাম জেলা রোভার স্কাউটসের নির্বাহী কমিটির সভা

| বুধবার , ৫ নভেম্বর, ২০২৫ at ১১:১৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা রোভার স্কাউটসের নির্বাহী কমিটির ১১০ তম সভা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা রোভার স্কাউটসের সভাপতি সাইফুল ইসলাম। জেলা সম্পাদক এজেডএম বোরহান উদ্দীনের সঞ্চালনায় সভায় ২০২৪ সালের আয় ব্যয়ের অডিট রিপোর্ট অনুমোদন, ২০২৫২৬ অর্থ বছরের বার্ষিক ক্যালেন্ডার অনুমোদন, বাজেট অনুমোদন, ১৯তম চট্টগ্রাম জেলা রোভার মুট আয়োজন সহ বেশকিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় বক্তব্য প্রদান করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা চট্টগ্রাম অঞ্চলের পরিচালক ও জেলা রোভার কমিশনার প্রফেসর মোঃ ফজলুল কাদের চৌধুরী এলটি, চট্টগ্রাম জেলা রোভারের সহসভাপতি এবং সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ কামরুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের প্রাক্তন পরিচালক ও জেলা রোভারের সহসভাপতি মুহাম্মদ রুহুল আমীন খান, কর্ণফুলী এজে চৌধুরী কলেজের প্রাক্তন অধ্যক্ষ ও জেলা রোভারের সহসভাপতি মোহাম্মদ জসীম উদ্দীন, ফতেয়াবাদ সিটি কর্পোরেশন কলেজের অধ্যক্ষ ও জেলা রোভারের সহসভাপতি মোহাম্মদ নঈম উদ্দীন হাসান তিবরিজী, ফটিকছড়ি সরকারি কলেজের অধ্যক্ষ ও গ্রুপ কমিটির সভাপতি প্রতিনিধি প্রফেসর মোঃ আবদুল খালেক, বাকলিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও গ্রুপ কমিটির সভাপতি প্রতিনিধি প্রফেসর মোঃ জসিম উদ্দিন খান, জেলা রোভারের সহকারী কমিশনারদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডঃ মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, রাঙ্গুনিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ মুজিবুর রহমান, পটিয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আব্দুস সালাম হাওলাদার, চট্টগ্রাম কলেজের প্রফেসর মোহাম্মদ আবুল হাসেম চৌধুরী, সরকারি সিটি কলেজের মোহাম্মদ ইকবাল হোসেন, বিজয় স্মরণী কলেজের মোহাম্মদ নোমান, হুলাইন ছালেহ নুর কলেজের আবদুল হান্নান সিকদার, হাটহাজারী সরকারি কলেজের রাশেদা আকতার, লিডার ট্রেনার এস এম আফজর রহমান।

সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাঠান মোঃ সাইদুজ্জামান, বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম অঞ্চলের পরিচালক ফারুক আহাম্মদ, কোষাধ্যক্ষ মোহাম্মদ খালেদুর রহমান, যুগ্ম সম্পাদক মোঃ আবু সালেহ, ডিআরএসএল মোহাম্মদ ওমর ফারুক, রোভার স্কাউট লিডার প্রতিনিধি শামসুল হক, ফরিদুল আলম, সহযোজিত সদস্য বিইউএম এমরান চৌধুরী, মোঃ জাহিদুল ইসলাম, সিনিয়র রোভার মেট প্রতিনিধি মারুফ ইসলাম, মোঃ আবু নাঈম, শ্রাবণী দে প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআসলাম চৌধুরীকে মনোনয়ন দেয়ার দাবিতে সীতাকুণ্ড বিএনপির সভা
পরবর্তী নিবন্ধমা ও শিশু হাসপাতাল এবং চক্ষু হাসপাতালে হুইল চেয়ার বিতরণ