দুই দশকের বেশি সময় ধরে কারাভোগ করা ৩৭ জনকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কারা অধিদপ্তর। কারাবাসের সময় তাদের আচরণ, কারা অপরাধ, বয়স ও মামলার প্রকৃতিসহ বিভিন্ন বিষয় বিবেচনায় নিয়ে গতকাল মঙ্গলবার এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।
এতে বলা হয়েছে, দেশের বিভিন্ন কারাগারে আটক বন্দিদের মধ্যে ২০ বছর বা তার বেশি কারাভোগ করছেন তাদের মধ্যে ৩৭ জনের বাকি সাজা মওকুফ করে মুক্তির আদেশ জারি হয়েছে। কারা বিধির ৫৬৯ ধারা অনুযায়ী তারা মুক্তি পাচ্ছেন বলে জানানো হয়েছে। খবর বিডিনিউজের।











