বাঁশখালীর বাহারছড়া ইউনিয়নের পূর্ব ইলশা গ্রামে প্রতিপক্ষের হামলায় জাকের হোসেন (৬৫) নামে একজনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে পূর্ব ইলশার মদিনা ব্রিক ফিল্ড এলাকায় জায়গা–জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এ হামলার ঘটনা ঘটে। নিহত জাকের হোসেন পূর্ব ইলশা গ্রামের মৃত মোজাফ্ফর আহমদের পুত্র।
এ ঘটনায় আহত হয়েছেন নিহত জাকের হোসেনের স্ত্রী পারভীন আক্তার (৫৫), মেয়ে সুলতানা আক্তার (২৫) এবং অপর পক্ষের নুরুল আক্তার (৭০), তার ছেলে ফয়েজসহ (৩০) অপর একজন। তারা বর্তমানে চিকিৎসা গ্রহণ করছেন বলে সূত্রে জানা যায়।
জানা যায়, গতকাল সকালে পারিবারিক বিরোধের জের ধরে একে অপরের উপর হামলার ঘটনা ঘটে। এতে জাকের হোসেনসহ অন্যান্যরা আহত হয়। গুরুতর আহত জাকের হোসেনকে প্রথমে বাঁশখালীতে প্রাথমিক চিকিৎসা শেষে চমেক হাসপাতালে প্রেরণ করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকালে তার মৃত্যু হয়।
বাঁশখালী থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, বাহারছড়ার ইলশায় পারিবারিক ও জায়গা–জমি সংক্রান্ত বিরোধের ঘটনায় আহত হয়ে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জাকের হোসেন মৃত্যুবরণ করেন। বর্তমানে লাশ পোস্টমর্টেমের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় নিহতের পরিবার থেকে মামলা দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।












