ফটিকছড়িতে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

ফটিকছড়ি প্রতিনিধি | বুধবার , ৫ নভেম্বর, ২০২৫ at ১০:৫৭ পূর্বাহ্ণ

ফটিকছড়িতে অস্ত্র ও গুলিসহ আমান হোসেন (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার গভীর রাতে উপজেলার ভূজপুর থানাধীন দাঁতমারা ইউনিয়নের বড় বেতুয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার নতুনপাড়ার আবুল হোসেনের ছেলে।

ভূজপুর থানার ওসি মাহবুবুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে আমানকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তার ঘর তল্লাশি করে একটি পিস্তল, দুটি গুলি, একটি রামদা, একটি কিরিচ ও অন্যান্য মালামাল উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে ভূজপুর ও হাটহাজারী থানায় দুটি মামলা রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচবিতে তিন প্রতিষ্ঠানকে জরিমানা
পরবর্তী নিবন্ধডিএনএ টেস্ট হবে সেই ইউএনওর