নোয়াখালীতে ৬ জনসহ সারাদেশে ১২ জনের মৃত্যু

সড়ক দুর্ঘটনা

| বুধবার , ৫ নভেম্বর, ২০২৫ at ১০:৫৫ পূর্বাহ্ণ

নোয়াখালীতে ট্রাক চাপায় ৬ জনসহ সারাদেশে পৃথক সড়ক দুর্ঘটনায় ১২ জনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার নোয়াখালী, বাগেরহাট ও হবিগঞ্জে এ দুর্ঘটনা ঘটে। এদিকে নোয়াখালীর কবিরহাট উপজেলায় ট্রাকের চাপায় চালকসহ অটোরিকশার ছয় যাত্রী নিহত হয়েছেন। গতকাল দুপুর ২টার দিকে উপজেলার কবিরহাটবসুরহাট সড়কে পূর্ব ফতেহপুরে কবিরহাট ফাজিল মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে বলে জানান কবিরহাট থানার ওসি মো. শাহীন মিয়া। নিহতরা হলেননোয়াখালী সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী তানিম হাসান (২৬), একই কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ইসরাত জাহান, অটোরিকশা চালক শাহ্‌ আলম খোকন (৪৬), যাত্রী সুলতান আহমদ সুমন (৩৩), বিবি কুলসুম এবং জান্নাত। তামিম হাসান সেনবাগ উপজেলার নবীপুরের আবুল কালামের ছেলে। ইসরাত জাহান কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার গিয়াস উদ্দিনের মেয়ে। খবর বিডিনিউজের।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে শহর মাইজদী থেকে পাঁচজন যাত্রী নিয়ে একটি অটোরিকশা বসুরহাটের উদ্দেশে যাচ্ছিল। পথে অটোরিকশাটির সামনের এঙেল ভেঙে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো পাশে চলে যায়। এ সময় বিপরীতদিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দিয়ে দূরে নিয়ে যায়। এতে অটোরিকশা চালকসহ চার যাত্রী ঘটনাস্থলেই মারা যান। আহত দুইজনকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাদেরও মৃত ঘোষণা করেন। ওসি শাহীন মিয়া বলেন, ঘটনার পরপর ট্রাক রেখে পালিয়ে যান চালক ও সহকারী। পরে ট্রাকটি জব্দ করে থানায় নেওয়া হয়। বাগেরহাটে সড়কে ঝরল ৩ বাইক আরোহীর প্রাণ : বাগেরহাটের রামপাল উপজেলায় সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল রাতে খুলনামোংলা মহাসড়কে উপজেলার বেলাই ব্রিজে এ দুর্ঘটনা ঘটে বলে কাটাখালী হাইওয়ে থানার ওসি জাফর আহমেদ জানান।

পূর্ববর্তী নিবন্ধবেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরাও বৃত্তি পরীক্ষা দিতে পারবে: হাইকোর্ট
পরবর্তী নিবন্ধচুনতিতে বনের গাছ কেটে চুরির চেষ্টা, যুবক আটক