রাত ১২.৩০ মিনিটে আমার শ্বশুর বাড়ি থেকে দাওয়াত খেয়ে আসার সময় উত্তর আগ্রাবাদ বেপারী পাড়া অটোরিক্সা উল্টে আমার স্ত্রী দুই ছেলে আহত হয়। দুর্ঘটনায় আমার পরিবারের সবাই আহত হয়েছেন। আমার ছোট ছেলেটা মারাত্মক জখম হয়েছেন। আমার শ্বশুর বাড়ির সবাই খবর পেয়ে আমার পরিবারকে দ্রুত আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে নিয়ে আসেন। প্রাথমিক চিকিৎসা পর হাসপাতাল থেকে বাসায় নিয়ে এসেছে হয়তো আরো মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারতো রাত বেশি হওয়াতে রাস্তা তেমন কোন ভারী যানবাহন ছিলো না। অটোরিক্সা বন্ধ করা আমরা জনগণের কাজ না। এটা সম্পূর্ণ সিটি করপোরেশনের সহ আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব। অতীতে এই অটোরিক্সা নিয়ে উচ্চ আদালতে নির্দেশনা পর্যন্ত দেওয়া আছে। কেন পালন হচ্ছে না কারা পালন করছেন আমাদের বোধগম্য নয়। মাঝে মাঝে আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ অভিযান চালিয়ে কিছু গাড়ি জব্দ করেন। আমার প্রশ্ন জব্দ করে কয়েক লক্ষ গাড়ি বন্ধ করা সম্ভব না। যদি চালু রাখতে চান একটা নীতিমালা গ্রহণ করুন। আর যদি বন্ধ করে দিতে চান তাহলে দ্রুত ব্যবস্থা গ্রহণ করুন। এখানে প্রশ্ন আসতে পারে হাজার হাজার পরিবারে কী অবস্থা হবে? আমি তাদের উদ্দেশ্য পাল্টা প্রশ্ন করছি যখন অটোরিক্সা ছিলো না তখন তাদের কি অবস্থা ছিলো?












