বন্দরের ট্যারিফ নিয়ে ১০ নভেম্বর বৈঠক, আসছেন উপদেষ্টা

আসতে পারে নতুন সিদ্ধান্ত

আজাদী প্রতিবেদন | বুধবার , ৫ নভেম্বর, ২০২৫ at ৬:০২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বন্দরের বর্ধিত নতুন ট্যারিফ নিয়ে ব্যবহারকারীদের ক্ষোভ, আন্দোলনসহ নানা টানাপোড়েনের মাঝে নতুন করে আলোচনার জন্য উচ্চ পর্যায়ের একটি বৈঠক আহ্বান করা হয়েছে। নৌ পরিবহন উপদেষ্টার সভাপতিত্বে আগামী ১০ নভেম্বর চট্টগ্রামে এই বৈঠক অনুষ্ঠানের কথা রয়েছে। বৈঠকে বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দকে আমন্ত্রণ জানানো হবে বলে সূত্র জানিয়েছে।

সূত্র জানায়, গত ১৪ সেপ্টেম্বর প্রকাশিত গেজেট অনুযায়ী বন্দরের বিভিন্ন সেবা খাতে ৪১ শতাংশ পর্যন্ত ট্যারিফ বাড়ানো হয়। গেজেট প্রকাশের দিন থেকে বাড়তি ট্যারিফ কার্যকরের কথা বলা হলেও পরবর্তীতে বন্দর ব্যবহারকারীদের আপত্তির মুখে ট্যারিফ আদায় এক মাস স্থগিত রাখা হয়। ১৪ অক্টোবর মধ্যরাত থেকে বাড়তি ট্যারিফ আদায় শুরু হয়েছে। কিন্তু ইতোমধ্যে আন্দোলনের মুখে সিঅ্যান্ডএফ কর্মকর্তাকর্মচারী এবং ট্রাক কাভার্ড ভ্যান ও প্রাইমমুভার চালকদের গেট পাসের বর্ধিত ট্যারিফ স্থগিত করে আগের নিয়মে আদায় করা হচ্ছে।

অন্যান্য ট্যারিফ কমানোর জন্য ব্যবসায়ী ও শিল্পপতিদের আন্দোলন চলছে। ইতোমধ্যে দুই দফা বড় ধরনের সমাবেশ করে আল্টিমেটাম দেয়াসহ ব্যবসায়ী নেতাদের পক্ষ থেকে শক্ত অবস্থান নেয়া হয়।

বিদ্যমান পরিস্থিতিতে ট্যারিফ নিয়ে নতুন করে আলোচনা করার জন্য নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) . এম সাখাওয়াত হোসেন আগামী ১০ নভেম্বর চট্টগ্রাম আসছেন। ওইদিন বিকালে বন্দরের কনফারেন্স হলে বন্দরের শীর্ষ কর্মকর্তা এবং বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের সাথে বৈঠকের আয়োজন করা হয়েছে। ওই বৈঠকে ট্যারিফ নিয়ে বিস্তারিত আলোচনার পর ট্যারিফ নিয়ে নতুন করে সিদ্ধান্ত আসতে পারে বলে সূত্র আভাষ দিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধনিউ মার্কেট মোড়ে বিকাল ৪টার আগে হকার নয়
পরবর্তী নিবন্ধএক বছরে নগরে জলাবদ্ধতাপ্রবণ এলাকা কমেছে ৫২টি