জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদ বিবরণীতে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে ঢাকা দক্ষিণের কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট অফিসের সাবেক সহকারী কমিশনার (বর্তমানে অবসরপ্রাপ্ত) আহসান হাবিব ও তার স্ত্রী আসমা সুলতানার বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুদক চট্টগ্রাম অফিস।
গতকাল দুদক সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম–১ এ মামলাটি দায়ের করেন একই কার্যালয়ের সহকারী পরিচালক সায়েদ আলম। আহসান হাবিবের বিরুদ্ধে করা মামলার এজহারে বলা হয়, দুদকে দাখিলকৃত সম্পদ বিবরণীতে তিনি অসৎ উদ্দেশ্যে ১ কোটি ৪০ লাখ ৯ হাজার ৭৮৪ টাকার সম্পদের মিথ্যা তথ্য প্রদান করেছেন। এছাড়া ৫৯ লাখ ১০ হাজার ৪১১ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করে ভোগ দখলে রেখেছেন তিনি। যা দুর্নীতি দমন কমিশন আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। আহসান হাবিবের স্ত্রী আসমা সুলতানার বিরুদ্ধে করা মামলার এজহারে বলা হয়, দুদকে দাখিলকৃত সম্পদ বিবরণীতে ৩২ লাখ ৭৫ হাজার টাকার সম্পদ অর্জনের তথ্য গোপন করেছেন তিনি। পাশাপাশি তিনি জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ৬৬ লাখ ২৪ হাজার ২৫০ টাকার সম্পদ অর্জন করে ভোগ দখলে রেখে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।
এজহারে বলা হয়, চাকরিতে থাকা অবস্থায় আহসান হাবিব তার অসাধু উপায়ে অর্জিত অর্থ দিয়ে স্ত্রী আসমা সুলতানার নামে সম্পদ অর্জন করেছেন।












