বিটিভি চট্টগ্রাম কেন্দ্র থেকে নিয়মিত প্রচারিত ব্যান্ড সংগীতের জনপ্রিয় অনুষ্ঠান ব্যান্ড শো “গিটারের টানে” চট্টগ্রামের জনপ্রিয় ব্যান্ড “অনুশীলন”এর একক সংগীতানুষ্ঠান সমপ্রচারিত হয় গত ২ নভেম্বর রাত ১০.২০ টায়। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন রিতু বড়ুয়া। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মুস্তাফিজুর রহমান। অনুশীলন ব্যান্ডের সদস্যরা মোট পাঁচটি গান পরিবেশন করেছেন। প্রথমেই তারা কাভার সং করেন প্রয়াত নন্দিত ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর “আপন কেও নাই“। এরপর “অচেনা জীবন“, নিকশ কালো“, গোধূলির ওপারে” নামে চারটি গান ও তাদের একটি মৌলিক গান “ক্লান্তহীন পথ” পরিবেশন করেন।
এ অনুষ্ঠানে ভোকাল ছিলেন রনি, কিবোর্ডে জনি, বেইস গিটারে ওসমান ফারুকী রাজু, গিটারে শাকিল ও ড্রামসে জিয়াউল হক রাজু। উল্লেখ্য, ইতিমধ্যে অনুশীলন ব্যান্ড এটিএন বাংলায় পারফর্ম করেছে। ২০০৮ সালে ব্যান্ডটি প্রতিষ্ঠার পর এ পর্যন্ত প্রায় দেড় শতাধিক স্টেজ শো করেছে।












