কোয়ার্টার ফাইনালে চট্টগ্রাম কুমিল্লা মুখোমুখি ৮ নভেম্বর

জাতীয় চ্যাম্পিয়নশিপ

ক্রীড়া প্রতিবেদক | মঙ্গলবার , ৪ নভেম্বর, ২০২৫ at ১০:০৭ পূর্বাহ্ণ

তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনাল পর্বের ফিকশ্চার প্রকাশ করা হয়েছে। আগামী ৮ নভেম্বর শনিবার প্রথম কোয়ার্টার ফাইনালে চট্টগ্রাম জেলা ফুটবল দল মুখোমুখি হবে কুমিল্লা জেলা ফুটবল দলের বিপক্ষে। নক আউট পর্বের এই খেলা নিরপেক্ষ ভেন্যু নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে দুপুর ২টায় শুরু হবে।

চট্টগ্রাম দলের ম্যানেজার মো. সারওয়ার আলম চৌধুরী মনি জানিয়েছেন, মেয়র চ্যালেঞ্জ কাপে চট্টগ্রাম দলের খেলোয়াড়রা খেলছেন বিধায় দলের আলাদা অনুশীলনের সুযোগ ও সময় নেই। আগামী ৭ নভেম্বর চট্টগ্রাম দল নোয়াখালীর উদ্দেশে যাত্রা করবে এবং পরদিন তারা খেলায় অংশ নেবেন।

পূর্ববর্তী নিবন্ধটানা তিন বিশ্বকাপে সর্বোচ্চ রান ট্র্যাজেডির নায়িকা লরা উলভার্ট
পরবর্তী নিবন্ধভারতের নারী ক্রিকেট দলের জন্য ৫১ কোটি রুপি পুরস্কার ঘোষণা