চট্টগ্রাম-বরিশাল ম্যাচে খেলা হয়েছে ১৫ ওভার

| মঙ্গলবার , ৪ নভেম্বর, ২০২৫ at ১০:০২ পূর্বাহ্ণ

বৃষ্টির কারণে আউটফিল্ড ভেজা থাকায় জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডে বরিশাল বিভাগচট্টগ্রাম বিভাগের মধ্যকার ম্যাচে গতকাল তৃতীয় দিন মাত্র ১৫ ওভার খেলা হয়েছে। কক্সবাজার আন্তর্জাতিক স্টেডিয়ামে চট্টগ্রামের ৩৫৮ রানের জবাবে দ্বিতীয় দিন শেষে ৪০ ওভারে ২ উইকেটে ১১৫ রান করেছিল বরিশাল। ওপেনার জাহিদুজ্জামান ১৩ ও সালমান হোসেন ইমন ৪৭ রানে অপরাজিত ছিলেন। তৃতীয় দিন ১৫ ওভার খেলা হয়। এই ১৫ ওভারে কোন উইকেট না হারিয়ে ৫১ রান যোগ করতে পারে বরিশাল। ৫৫ ওভারে ২ উইকেটে ১৬৬ রান করেছে তারা। ৮ উইকেট হাতে নিয়ে এখনও ১৯২ রানে পিছিয়ে বরিশাল জাহিদুজ্জামান ৩২ ও সালমান ৭৫ রানে অপরাজিত আছেন। চট্টগ্রামের এনামুল হক ও নাইম হাসান ১টি করে উইকেট নেন।

পূর্ববর্তী নিবন্ধতিন সপ্তাহের জন্য মাঠের বাইরে সোহান
পরবর্তী নিবন্ধআন্তঃ স্কুল ক্রিকেট টুর্নামেন্টে ওমেন্স ক্রিকেট অ্যাকাডেমির শুভসূচনা