হালদা থেকে ৮ হাজার মিটার চরঘেরা জাল জব্দ

হাটহাজারী প্রতিনিধি | মঙ্গলবার , ৪ নভেম্বর, ২০২৫ at ৯:৫৭ পূর্বাহ্ণ

হালদা নদী থেকে ৮ হাজার মিটার অবৈধ চরঘেরা জাল জব্দ করা হয়েছে। হালদা নদীর রামদাস মুন্সির নৌ পুলিশ অস্থায়ী ক্যাম্পের পুলিশ অভিযান পরিচালনা করে এসব জাল জব্দ করেছে। গত শনিবার দিবাগত রাত সাড়ে বারোটা থেকে ভোর রাত সাড়ে চারটা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়। নদীর রামদাস মুন্সিরহাট থেকে ছিপাতলী আলমের কুম পর্যন্ত অভিযান পরিচালনা করে জালগুলো জব্দ করা হয়। জব্দকৃত জালের দৈর্ঘ্য ৮ হাজার মিটার। মূল্য আনুমানিক ২ লক্ষ ৮০ হাজার টাকা। জব্দকৃত জাল গুলো গতকাল রোববার পুলিশ ক্যাম্প এলাকায় আগুনে পুড়ে ধ্বংস করা হয়।

অভিযান পরিচালনাকারী হালদা নদীর নৌ পুলিশ রামদাস মুন্সিরহাট নৌ পুলিশের ইনচার্জ এ এস আই মোহাম্মদ রমজান আলী জানান, গত শনিবার দিবাগত রাত সাড়ে বারোটা থেকে ভোর সাড়ে চারটা পর্যন্ত তিনি সংগীয় ফোর্স নিয়ে নদীর রামদাস মুন্সিরহাট থেকে ছিপাতলী আলমের কুম পর্যন্ত একটানা অভিযান পরিচালনা করে ৮ হাজার মিটার অবৈধ চরঘেরা জাল জব্দ করা হয়েছে। জব্দকৃত জালের মূল্য ২লাখ ৮০ হাজার টাকা। তিনি হালদা নদীর জীব বৈচিত্র্য ও মাছ রক্ষায় এই অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন।

পূর্ববর্তী নিবন্ধতড়িৎ প্রকৌশল বিভাগে ‘আধুনিক সুইচগিয়ার অ্যান্ড প্রটেকশন’ ল্যাবের উদ্বোধন
পরবর্তী নিবন্ধচবিতে ‘আইআর সপ্তাহ’র বার্ষিক সাধারণ সভা ও পুরস্কার বিতরণ