প্রতি বছরের ন্যায় চলতি বছরের ১ নভেম্বর থেকে আগামী বছরের ৩০ জুন পর্যন্ত ২৫ সে.মি বা ১০ ইঞ্চি‘র ছোট ইলিশ বা জাটকা আহরণ, পরিবহন, ক্রয়–বিক্রয়, মজুদ ও বাজারজাতকরণ সম্পূর্ণ নিষেধ করেছে সরকার।
নিষেধকালীন সময়ে রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের পক্ষ থেকে মাছের আড়ৎ, বিভিন্ন হাটবাজারে ব্যাপক প্রচার–প্রচারণা চালানো হচ্ছে। এসব স্থানে ব্যানার লাগিয়ে এবং লিফলেট বিতরণের মাধ্যমে প্রচারণা কাজ চালানো হচ্ছে। পাশাপাশি মাছ ব্যবসায়ীদের এ ব্যাপারে সচেতন করা হচ্ছে এবং নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে। মনিটরিং কার্যক্রম ও অভিযান পরিচালনায় ছিলেন উপজেলা মৎস্য কমকর্তা সুজাত কুমার চৌধুরী, ফিল্ড এসিসট্যান্ট মো. ওবাইদুল হক, অফিস সহকারী মো. পারভেজ আলী উপস্থিত ছিলেন। এই আইন অমান্যকারীদের জেল বা জরিমানাসহ অর্থ দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।












