কর্ণফুলীতে ডোবায় মিলল অজ্ঞাত নারীর লাশ

কর্ণফুলী প্রতিনিধি | মঙ্গলবার , ৪ নভেম্বর, ২০২৫ at ৯:৪৫ পূর্বাহ্ণ

কর্ণফুলীর শিকলবাহার একটি ডোবা থেকে অজ্ঞাত এক নারীর (৩০) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে শিকলবাহার বেল্লাপাড়া এলাকার ধানক্ষেতের পাশে একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম।

প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা গেছে, ধানক্ষেতের পাশে একটি ডোবায় অর্ধগলিত লাশ দেখে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল ইসলাম বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি অন্যকিছু খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি পরিচয়ের সন্ধানে পুলিশ কাজ করছে।

পূর্ববর্তী নিবন্ধরাউজানের পরিস্থিতি খারাপ মনে হলেও সব সূচকে এই উপজেলা এগিয়ে
পরবর্তী নিবন্ধলঘুচাপ : উপকূলে জোয়ারের উচ্চতা বাড়ার আভাস