লোহাগাড়ায় স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় আব্দুস ছবুর (৪৫) নামে এক যুবককে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
গত রোববার রাতে এ দণ্ড প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন। দণ্ডপ্রাপ্ত যুবক উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের শাহ মোহাম্মদ পাড়ার কালা মিয়ার পুত্র।
সুখছড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, বিকেলে ক্লাস শেষে দশম শ্রেণির এক ছাত্রী বাড়ি ফিরছিল। এ সময় স্কুল থেকে প্রায় এক কিলোমিটার দূরে সাইনবোর্ড নামক এলাকায় আব্দুস ছবুর নামে এক ব্যক্তি ওই স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করে।
আশপাশের লোকজন বিষয়টি বুঝতে পেরে তাকে মারধরের পর আটক করে স্কুলের অফিস কক্ষে নিয়ে আসেন। বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়। পরে থানা পুলিশ এসে তাকে নিয়ে যান।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন জানান, স্কুল থেকে বাড়ি ফেরার পথে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় আব্দুস ছবুর নামে এক ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডসহ ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, সোমবার (গতকাল) দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে কারাগারে সোপর্দ করা হয়েছে।












