মেঘের বেলা

রুমি বড়ুয়া | মঙ্গলবার , ৪ নভেম্বর, ২০২৫ at ৮:৪৯ পূর্বাহ্ণ

মেঘ বলে তুই কি আমার সাথে যাবি? আমি বলি কোথায় যাবো? মেঘ তখন বলে অনেক দূরে। নীল সমুদ্রের মাঝে। অনেক দূরে একলা পাহাড় অনেক দূরে নিশ্চুপ গহীন বনে। গেলেই দেখতে পাবি মনের শান্তি কোথায় লুকিয়ে আছে। মেঘ বলে আর দেরি নয়, বন্ধু চলো এখুনি। দিন ফুরিয়ে রাত ঘনাবে। রাত ফুরিয়ে সকাল। নীল আকাশে উড়বে পাখি মনের সুখে করবে হাসাহাসি। কিন্তু মেঘকে বলি আমার যে নিয়মে বাঁধা। নিয়মে ঘেরা এধার ওধার কেমন করে ভাঙবো আমি এই নিয়ম খানি।

পূর্ববর্তী নিবন্ধশিশুর বেড়ে ওঠার ক্ষেত্রে যে বিষয়গুলো লক্ষণীয়
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম: এক নীরব কবিতা, যার প্রতিটি পঙ্‌ক্তি হৃদয়ে লেখা