১০৮৯ এবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্তির সিদ্ধান্ত

| মঙ্গলবার , ৪ নভেম্বর, ২০২৫ at ৮:২০ পূর্বাহ্ণ

শর্তসাপেক্ষে’ অনুদানভুক্ত ১ হাজার ৮৯টি স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্তির নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার।

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের মাদ্রাসা অনুবিভাগের যুগ্ম সচিব এস এম মাসুদুল হক গতকাল সোমবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, “আমরা এমপিওভুক্তির আবেদন করা ১ হাজার ৮৯টি স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্তির অনুমোদনের জন্য ফাইল প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠিয়েছিলাম। শর্ত সাপেক্ষে মাদ্রাসাগুলো এমপিওভুক্তির অনুমোদন দিয়েছেন প্রধান উপদেষ্টা মহোদয়। “এই এক হাজার ৮৯টি এবতেদায়ী মাদ্রাসার মধ্যে যেগুলো চলতি বছর জারি করা এমপিও নীতিমালার শর্ত পূরণ করেছে, সেগুলোকে এমপিওভুক্ত করার নির্দেশনা দেওয়া হয়েছে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগকে। যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে মাদ্রাসাগুলো এমপিওভুক্ত করা হবে।” দেড় হাজারের বেশি অনুদানভুক্ত স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্তির আবেদন গত ৮ থেকে ১৫ জুলাই পর্যন্ত গ্রহণ করেছিল শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ। খবর বিডিনিউজের।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে নবীন-প্রবীণের সমন্বয়
পরবর্তী নিবন্ধসালমান এফ রহমান, ভাই ও ছেলেদের বিরুদ্ধে ৫ মামলা