পতেঙ্গায় স্ত্রী-সন্তানের সামনে কাভার্ডভ্যান চাপায় বাইক আরোহীর মৃত্যু

| সোমবার , ৩ নভেম্বর, ২০২৫ at ১১:০৫ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর পতেঙ্গা কাটগড় মোড়ে কাভার্ডভ্যান চাপায় মোটরসাইকেল আরোহী এক ব্যক্তি নিহত হয়েছেন।

সোমবার (৩ নভেম্বর) রাত পৌনে ৯টার দিকে ইস্টার্ণ লজিস্টিকস ডিপোর সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহতের নাম মো: মনজুর আলম (৩৯)। তিনি পূর্ব কাটগড় নিবাসী শুক্কুর আলমের পুত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলটি মোড় ঘুরে কাটগড়ের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি কভার্ডভ্যান হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে চালক ঘটনাস্থলেই মারা যান। নিহত ব্যক্তির স্ত্রী অক্ষত থাকলেও তাঁদের সঙ্গে থাকা শিশুটি হাতে হালকা আঘাত পেয়েছে।

স্থানীয়রা অভিযোগ করেন, ইস্টার্ণ লজিস্টিকস ডিপোর সামনে প্রতিদিনই বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজ করে। ডিপোর প্রবেশপথে কোনো নিরাপত্তাকর্মী বা যানবাহন নিয়ন্ত্রণকারী কর্মী না থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। সিকিউরিটিরা কেবল ডিপোর অভ্যন্তরীণ কার্যক্রম নিয়ন্ত্রণ করেন, ফলে বাইরে ক্রমাগত জটলা ও জনদুর্ভোগ তৈরি হয়।

এ বিষয়ে চট্টগ্রাম মহানগর ট্রাফিক বিভাগের পশ্চিম অঞ্চলের ডিসি (ট্রাফিক-পশ্চিম) নিস্কৃতি চাকমা বলেন, ইস্টার্ণ লজিস্টিকস এলাকার সামনে নিয়মিত যানজট ও দুর্ঘটনার অভিযোগ আমরা পেয়েছি। এখানে ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার এবং ডিপো কর্তৃপক্ষকে দায়িত্বশীল হওয়ার নির্দেশ দেওয়া হবে।

পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে। দুর্ঘটনাকবলিত কভার ভ্যানটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছে বলে জানা গেছে।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীতে ডোবায় অজ্ঞাত নারীর লাশ
পরবর্তী নিবন্ধকৌতুক কণিকা