চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহার এলাকায় একটি ডোবা থেকে অজ্ঞাত এক নারীর (প্রায় ৩০) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৩ নভেম্বর) দুপুর ২টার দিকে শিকলবাহার ভেল্লাপাড়া এলাকার ধানখেতের পাশের ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।
ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয়রা ধানখেতের পাশে ডোবায় অর্ধগলিত লাশ ভাসতে দেখে থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
ওসি জাহেদুল ইসলাম বলেন, “লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যাকাণ্ড নাকি অন্য কিছু—তা তদন্ত করে দেখা হচ্ছে। পাশাপাশি নিহত নারীর পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।”












