সীতাকুণ্ডে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

সীতাকুণ্ড প্রতিনিধি | সোমবার , ৩ নভেম্বর, ২০২৫ at ৪:২৯ অপরাহ্ণ

সীতাকুণ্ড উপজেলার সৈয়দপুর ইউনিয়ন এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে। তার নাম মোঃ নাঈম (২০)। সে রাজমিস্ত্রীর কাজ করে বলে জানা গেছে। রবিবার সকাল ১১টার দিকে সৈয়দপুর ইউনিয়ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবক একই এলাকার বাসিন্দা সিরাজ মাস্টার বাড়ির প্রবাসী মোঃ আলীর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকালে মোঃ নাঈম স্থানীয় এক ব্যক্তির নতুন বাড়িতে রাজমিস্ত্রির কাজ করছিল।

এ সময় অসাবধানতাবশত উপরে থাকা ১১ হাজার ভোল্টের তারের সাথে স্পর্শ হলে এসময় যুবক নাঈম বিদ্যুৎপৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে একইদিন রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সীতাকুণ্ড মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোঃ আলমগীর বলেন, সৈয়দপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে মোঃ নাঈম নামের এক যুবক আহত হলে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।

এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধউখিয়ার কুতুপালংয়ে পাহাড়ে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে হাত-পা বাঁধা অবস্থায় নালা থেকে যুবকের মরদেহ উদ্ধার