পারমাণবিক স্থাপনাগুলো নতুন করে গড়ে তুলবে ইরান : পেজেশকিয়ান

| সোমবার , ৩ নভেম্বর, ২০২৫ at ৯:০৫ পূর্বাহ্ণ

পারমাণবিক স্থাপনাগুলোকে নতুন করে আরও শক্তিশালীভাবে নির্মাণ করবে তেহরান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান রাষ্ট্রীয় গণমাধ্যমে রোববার একথা বলেছেন। একইসঙ্গে তেহরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে না বলেও জানিয়েছেন তিনি। ইরানের আণবিক শক্তি সংস্থা পরিদর্শন করার সময় পেজেশকিয়ান এসব কথা বলেন। পরিদর্শনকালে ইরানের পারমাণবিক শিল্পের ঊর্ধ্বতন ব্যবস্থাপকের সঙ্গে পেজেশকিয়ান সাক্ষাৎ করেন। খবর বিডিনিউজের।

ওদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, তেহরান গত জুন মাসে যুক্তরাষ্ট্রের হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো পুনরায় চালু করার চেষ্টা করলে তিনি সেসব স্থাপনায় নতুন করে হামলার নির্দেশ দেবেন। তবে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান রাষ্ট্রীয় গণমাধ্যমে বলেছেন, ভবন কিংবা কারখানা ধ্বংস করাটা আমাদের জন্য সমস্যা সৃষ্টি করবে না। আমরা সেগুলো আবার আরও শক্তিশালীভাবে গড়ে তুলব।

গত জুনে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। এই স্থাপনাগুলো পারমাণবিক অস্ত্র উন্নয়ন কর্মসূচির অংশ ছিল বলে অভিযোগ করে ওয়াশিংটন। তবে ইরান এমন অভিযোগ অস্বীকার করে বলে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বেসামরিক উদ্দেশ্যেই পরিচালিত। ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান এই পামাণবিক কর্মসূচি প্রসঙ্গে বলেন, এসবই মানুষের সমস্যা সমাধান করা, রোগ এবং জনস্বাস্থ্য সমস্যা সমাধানের উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধসিরিয়ার কোনো রাষ্ট্রপ্রধান হিসেবে প্রথমবার ওয়াশিংটন যাচ্ছেন শারা
পরবর্তী নিবন্ধপটিয়ায় বাইক থেকে পড়ে বাসচাপায় নারীর মর্মান্তিক মৃত্যু