সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা খুব শিগগিরই ওয়াশিংটন ডিসি সফরে যাচ্ছেন বলে জানিয়েছেন সিরিয়া বিষয়ক বিশেষ মার্কিন দূত টম বারাক। এর আগে সিরিয়ার কোনো রাষ্ট্রপ্রধান কখনোই আনুষ্ঠানিক সফরে যুক্তরাষ্ট্রের রাজধানীতে যাননি। নভেম্বরের ১০ তারিখের আশপাশে সফরটি হবে, হোয়াইট হাউসের এক কর্মকর্তাও এমনটা বলেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। খবর বিডিনিউজের। শারার এই সফরে সিরিয়া জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটকে (আইএস) নির্মূলে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোটে যোগ দেবে বলে আশা করা হচ্ছে, বাহরাইনে মানামা ডায়ালগের ফাঁকে সাংবাদিকদের বলেছেন বারাক। ভূরাজনীতি ও নিরাপত্তা সংক্রান্ত এ মানামা ডায়ালগ প্রতিবছরই হয়।
শারার সফর বিষয়ে অবগত সিরীয় একটি সূত্র জানিয়েছে, আগামী দুই সপ্তাহের মধ্যে প্রেসিডেন্টের ওয়াশিংটন সফর হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। বিদেশি নেতাদের সফর নিয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে তালিকা তাতেও কোনো সিরীয় প্রেসিডেন্ট যে কখনোই সরকারি সফরে যুক্তরাষ্ট্রের রাজধানীতে যাননি তা দেখা যাচ্ছে। শারা এর আগে সেপ্টেম্বরে নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিয়েছিলেন, ভাষণও দিয়েছিলেন। গত বছরের ডিসেম্বরে বাশার আল–আসাদের কাছ থেকে ক্ষমতা কেড়ে নেওয়ার পর থেকে শারা একের পর এক বিদেশ সফর করেই যাচ্ছেন। তার অন্তর্বর্তী সরকার চাইছে বিশ্বের প্রভাবশালী অনেক দেশের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনে, যারা বাশারের শাসনামলে সিরিয়াকে এড়িয়ে চলত। ওয়াশিংটনের লক্ষ্য হচ্ছে সিরিয়াকে ওয়াশিংটন নেতৃত্বাধীন জোটে নিয়ে আসা, যারা ২০১৪ সাল থেকে আইএসের বিরুদ্ধে লড়ছে।
        











