কল্লোল গ্রীনকে হারিয়ে চট্টগ্রাম মোহামেডানের টানা দ্বিতীয় জয়

সিসিএস মেয়র চ্যালেঞ্জ কাপ ফুটবল টুর্নামেন্ট

ক্রীড়া প্রতিবেদক | সোমবার , ৩ নভেম্বর, ২০২৫ at ৯:০১ পূর্বাহ্ণ

সিজেকেএস ক্লাব সমিতি আয়োজিত মেয়র চ্যালেঞ্জ কাপ ফুটবল টুর্নামেন্টে টানা দ্বিতীয় জয় পেয়েছে ঐতিহ্যবাহী চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব। গতকাল রোববার চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের ৪র্থ খেলায় মোহামেডান খুব সহজেই ৩০ গোলে কল্লোল সংঘ গ্রীনকে পরাজিত করে। এর আগে মোহামেডান নিজেদের প্রথম খেলায় ২১ গোলে ব্রাদার্স ইউনিয়নকে হারিয়েছিল। পর পর দুই জয়ে মোহামেডান ৬ পয়েন্ট পেয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে। অন্যদিকে কল্লোল সংঘ গ্রীন প্রথম খেলায় ড্র করে ১ পয়েন্ট পেলেও দ্বিতীয় খেলায় আর পরাজয় রুখতে পারেনি। ২ খেলা শেষে তাদের পয়েন্ট ১।

গতকাল মোহামেডান শ্রেয়তর দল হিসেবেই জয়লাভ করে। আর এ জয় পেতে তাদের খুব একটা বেগ পেতে হয়নি। খেলার শুরু থেকেই মোহামেডান আধিপত্য বিস্তার করে খেলতে থাকে। তাদের এ ধারা শেষ পর্যন্ত তা বজায় ছিল। তুলনায় তেমন কোন আক্রমন করতে দেখা যায়নি কল্লোল সংঘ গ্রীনকে। মোহামেডানের তুলনায় তাদের গতি ছিল অনেক শ্লত। খেলার ১১ মিনিটে প্রায়ই একটা গোল পেয়ে গিয়েছিল মোহামেডান। সাইফুর রহমান আসিফের দুর্দান্ত এক শট কল্লোলের বার কাঁপিয়ে দেয়। কিন্তু ক্রসবারে লেগে তা প্রতিহত হয়। প্রথমার্ধের ২২ মিনিটে মোহামেডানকে আর ঠেকিয়ে রাখা যায়নি। ডান প্রান্ত দিয়ে আক্রমন গড়ে উঠে। বল পান সেই সাইফুর রহমান আসিফ। বক্সের বাইরে থেকেই দুর্দান্ত এক শটে বল কোনাকুনি জালে জড়িয়ে দেন। কল্লোল কিপার সালাউদ্দিনের কিছুই করার ছিল না। মোহামেডান এগিয়ে যায় ১০ গোলে। ৪০ মিনিটে গোলসংখ্যা দ্বিগুন করে মোহামেডান। গড়ে উঠা আক্রমন থেকে বক্সের ভেতরে বল পেয়ে যান মো. ইরফান হোসেন। তিনি বল জালে দিতে দেরি করেননি ()। দুই গোলের লিড নিয়ে বিরতিতে যায় মোহামেডান স্পোর্টিং ক্লাব। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণ শানাতে থাকে তারা। দ্বিতীয় মিনিটেই বাম প্রান্ত দিয়ে আক্রমনে উঠেন নকি চন্দ্র দাস। তার চমৎকার সেন্টারে ইরফান ঠিকমত হেড করতে না পারলে গোল থেকে বঞ্চিত হতে হয় মোহামেডানকে। তবে তৃতীয় গোল পেতে দেরি হয়নি তাদের। দু’মিনিট বাদেই আবারো গোল পায় মোহামেডান।

এ অর্ধের চার মিনিটের সময় বাম প্রান্ত থেকে নকি চন্দ্র দাসের চমৎকার সেন্টার থেকে আগুয়ান তাওহিদুল ইসলাম হেডে পরাস্ত করেন কিপার সালাউদ্দিনকে ()। ২৭মিনিটে মোহামেডানের বদলি মিজানুর রহমান মিজান বাম প্রান্ত দিয়ে একক প্রচেষ্টায় বল নিয়ে এগিয়ে যান। কিন্তু তার শট বাইরে যায়। কয়েকজন খেলোয়াড় বদলের পর ৩৫ মিনিটে আক্রমনে উঠে কল্লোল সংঘ গ্রীন। ফাউল থেকে ফ্রি কিক পায় তারা। কল্লোল অধিনায়ক ইমতিয়াজ সুলতান জিতু চমৎকার শট নিয়েছিলেন। মোহামেডান বদলি কিপার মিনহাজ উদ্দিন ফিস্ট করে দলকে রক্ষা করেন। বাকি সময় আর কোন উল্লেখযোগ্য আক্রমন হয়নি দু’দলের। ফলে দ্বিতীয় জয় নিয়ে মাঠ ছাড়ে বিজয়ী চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব। গতকালের খেলায় ম্যান অব দা ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের সাইফুর রহমান আসিফ। খেলা শেষে তার হাতে পুরস্কার হিসেবে ক্রেস্ট এবং নগদ ২,০০০ টাকা তুলে দেন চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের ফুটবল কমিটির চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইদ্রিস মিয়া, সিজেকেএস কাউন্সিলর নাসির মিঞা, সিজেকেএস ক্লাব সমিতির সাংগঠনিক সম্পাদক ফরিদ আহম্মেদ ও সদস্য আবু বকর সিদ্দিক। আজ ৩ নভেম্বর টুর্নামেন্টের কোন খেলা নেই।

পূর্ববর্তী নিবন্ধনারী বিশ্বকাপে সপ্তম হয়ে বাংলাদেশ কত পেল
পরবর্তী নিবন্ধসেঞ্চুরি হলো না মুমিনুলের