দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে প্রথমবারের মতো মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। প্রথমে ব্যাট করে ভারত ৭ উইকেট হারিয়ে ২৯৮ রান করে। জবাবে ৪৫.৩ ওভারে ২৪৬ রানে অল আউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। রান তাড়ায় দক্ষিণ আফ্রিকা অধিনায়ক লরা উলভার্টের দুর্দান্ত সেঞ্চুরি কাজে এলো না। আগে দুটি ফাইনালে হারা ভারত তৃতীয়বারের চেষ্টায় পেল ট্রফির ছোঁয়া। প্রথমবার ফাইনালে উঠে স্বপ্নভঙ্গের বেদনায় পুড়ল দক্ষিণ আফ্রিকা। গত দুই বছরে পরপর দুটি উইমেন’স টি–টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালেও হেরেছিল দক্ষিণ আফ্রিকা। গত বছর পুরুষদের টি–টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালেও দক্ষিণ আফ্রিকা হেরেছিল ভারতের বিপক্ষে।
সপ্তাহখানেক আগেও বিশ্বকাপের ধারেকাছে ছিলেন না যিনি, সেই শেফালি ভার্মা দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সে ভারতের ফাইনাল জয়ের নায়ক। ব্যাটিংয়ে তিনি করেন ৭ চার ও ২ ছক্কায় ৭৮ বলে ৮৭। ছেলে কিংবা মেয়েদের যে কোনো সংস্করণের বিশ্বকাপ ফাইনালে কোনো ভারতীয় ওপেনারের সর্বোচ্চ ইনিংস এটি। পরে অফ স্পিনে নেন গুরুত্বপূর্ণ দুটি উইকেট। ওয়ানডে ক্যারিয়ারে আগে পাঁচ ইনিংসে বোলিং করে তার উইকেট ছিল একটি। এবার এক ম্যাচেই নিলেন দুটি। ফাইনাল–সেরার পুরস্কার ওঠে তার হাতেই।
অবদান কোনো অংশে কম নয় প্লেয়ার অব দা টুর্নামেন্ট দিপ্তি শর্মারও। ব্যাটিংয়ে ৩ চার ও এক ছক্কায় ৫৮ বলে ৫৮ রানের ইনিংস খেলেন তিনি। এই অফ স্পিনিং অলরাউন্ডার বোলিংয়ে ৩৯ রানে নেন ৫ উইকেট।







