কাপ্তাই হ্রদে মাছ ধরতে নেমে যুবকের মৃত্যু

রাঙামাটি প্রতিনিধি | রবিবার , ২ নভেম্বর, ২০২৫ at ৩:৩৫ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাই হ্রদে মাছ ধরতে নেমে পানিতে ডুবে মো. জনি (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ রোববার (২ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাঙামাটি শহরের শহীদ আব্দুল আলী একাডেমি সংলগ্ন কাপ্তাই হ্রদের তীরে বসবাসকারী মো. জনি সকাল ৮টার দিকে হ্রদে নৌকা নিয়ে মাছ ধরতে যায়। কিন্তু বেলা ১১টা বাজলেও সে বাসায় ফিরে না আসায় তার মা খুঁজতে বের হন। তখন দেখে নৌকা পানিতে ভাসছে কিন্তু নৌকায় কেউ নেই। এটি দেখে তার মা এলাকার লোকজন নিয়ে নৌকা ভাসমান এলাকায় খোঁজাখুঁজি করলে তার মরদেহ পাওয়া যায়।

জনির পিতা মো. বাবুল মিস্ত্রী জানান, জনি মাছ ধরতে গিয়েছিল। কিন্তু নৌকায় কাউকে দেখতে না পাওয়ায় খোঁজাখুঁজি শেষে তার লাশ পাওয়া যায়।

রাঙামাটির কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাহেদউদ্দিন জানান, ছেলেটির পরিবার সূত্রে জানা যায়, তার মৃগীরোগ ছিল। পুলিশ ঘটনাস্থলে আছে। ছেলেটির পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধবিএনপি প্রতিবাদের পথ বেছে নিলে সরকার টিকতে পারবে না : গয়েশ্বর
পরবর্তী নিবন্ধছয় মাস পর আবারও উৎপাদনে ফিরল সিইউএফএল