বিএনপি সব ধর্মের মানুষের সমান অধিকারে বিশ্বাসী

মতবিনিময়ে আবুল হাশেম বক্কর

আজাদী প্রতিবেদন | রবিবার , ২ নভেম্বর, ২০২৫ at ৮:২৫ পূর্বাহ্ণ

মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেছেন, বিএনপি কোনো নির্দিষ্ট ধর্ম বা জাতিগোষ্ঠীর দল নয়। বিএনপি সব ধর্ম ও সমপ্রদায়ের মানুষের সমান অধিকার ও মর্যাদায় বিশ্বাসী। তারেক রহমানের নেতৃত্বে দেশের সব নাগরিকের রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করতে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। তিনি সকলকে তারেক রহমানের পাশে থেকে সহযোগিতার আহবান জানান ।

তিনি গতকাল শনিবার দেওয়ানজী পুকুর পাড়স্থ জেলা সৎসঙ্গ আশ্রমে বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে জনমত গঠনের লক্ষে সনাতনী নারী শক্তির উদ্যোগে সনাতনী নারী সমপ্রদায়ের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ‘নারী উন্নয়ন, রেইনবোনেশন এবং সকল ধর্মের মানুষের নিরাপত্তা’ শীর্ষক এই মতবিনিময় সভার আয়োজন করে সনাতনী নারী শক্তি। ঝিনু প্রভা দাশের সভাপতিত্বে ও নয়ন মনি দাশের পরিচালনায় এতে বক্তব্য রাখেন বিপ্লব দে পার্থ, সজিব সিংহ রুবেল, উজ্জ্বল বরণ বিশ্বাস, তপন কান্তি দত্ত, সুমন ঘোষ বাদশা, অনিমেষ রায় চৌধুরী, অমল দাশ, বিভু চক্রবর্তী, ত্রিদিপ দাশ, পাপড়ি কারন, লিপি তালুকদার, রুদ্র কেয়া চৌধুরী, সুচিতা ধর, শেলী বিশ্বাস, মীরা খাস্তগির, কৃষ্ণা পাল, শেফালী শীল, অঞ্জনা দে প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধবন্দর থানার বিভিন্ন ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল
পরবর্তী নিবন্ধলিও ক্লাব অব চিটাগং এর প্রশিক্ষণ কর্মশালা