বিনামূল্যে চিকিৎসা সেবা পেলেন ১ হাজার ৩৫০ জন রোগী

রাউজান ক্লাব ও আল-রশিদ ফাউন্ডেশনের উদ্যোগ

| রবিবার , ২ নভেম্বর, ২০২৫ at ৮:২৪ পূর্বাহ্ণ

রাউজান উপজেলার পাঁচখাইন আলরশিদ ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় এবং রাউজান ক্লাবের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত পাঁচখাইল দরগাহ ডা. মোহাম্মদ মিয়া চৌধুরী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ ক্যাম্পে বিপুল সংখ্যক স্থানীয় মানুষ অংশগ্রহণ করেন। ক্যাম্পে মোট ১ হাজার ৩৫০ জন রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়। পাশাপাশি ঢেউটিন ও আর্থিক সহযোগিতা প্রদান করা হয় স্থানীয় দুঃস্থ ও অসহায় মানুষদের মাঝে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম। আল রশিদ ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ নাছির উদ্দিন জাহাঙ্গীরের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন রাউজান ক্লাবের সভাপতি ডা. মোহাম্মদ ওমর ফারুক। বিশেষ অতিথি ছিলেন সাবেক অতিরিক্ত সচিব কাজী মোহাম্মদ শফিউল আলম, ন্যাশনাল ডক্টরস ফোরাম চট্টগ্রাম মহানগর এর সাধারণ সম্পাদক ডা. ইরফান চৌধুরী, রাউজান উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন, সমাজসেবক শাহাজাহান মঞ্জু এবং সাংবাদিক সৈয়দ আলমগীর সবুজ।

উপস্থিত ছিলেন ক্লাব সহসভাপতি মোহাম্মদ রিয়াজুল হাসান, নির্বাহী সদস্য মুহাম্মদ মহসিন চৌধুরী, আজীবন সদস্য মোহাম্মদ আশরাফ উদ্দিন, ক্লাব কর্মকর্তা মোহাম্মদ ইয়াছিন, দাতা সদস্য মোহাম্মদ আকতার কামাল, হানিফ চৌধুরী মাসুম, ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাছির উদ্দিন বাবুল, এস এম জাফর চৌধুরী, ক্লাব কর্মকর্তা মোহাম্মদ মহসিন আলী, মোহাম্মদ শামসুদ্দোহা, মোহাম্মদ ছমিউদ্দিন নিজাম, মো. ইলিয়াছ, মোহাম্মদ আবদুর রহিম, সদস্য মোহাম্মদ সাগের হোসেন ও তৌকির আহম্মেদ, ক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আজাদ খান, মোহাম্মদ খোরশেদুল আলম এবং মোহাম্মদ শফি সিকদার।

স্থানীয়দের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয় এডহক কমিটির সভাপতি আবুল হোসেন, সমাজসেবক এম এ ইয়াকুব আলী, আরাফাতুল ইসলাম ও ব্যাংকার ওসমান গনি, মোহাম্মদ জানে আলম জানু, স্কুলের প্রধান শিক্ষিকা রত্না রানী বড়ুয়া, বিদ্যালয়ের উপদেষ্টা অমল কান্তি দাশ, সহকারী শিক্ষক মাস্টার আকতার হোসেন, মোহাম্মদ সামসুল আলম ও এস এম নূরুদ্দীন।

চিকিৎসা প্রদান করেন ডা. শফিউল আলম, ডা. মোহাম্মদ ওমর ফারুক, ডা. তাসিন মুহাম্মদ রেশাদ, ডা. ইমরাতুন ফাতেমা এমি, ডা. এনাম উদ্দিন, ডা. নিবরাজ সালসাবিল গগনপ্রিয়, ডা. মিথুন বৈদ্য, ডা. রাকিবুল হাসান চৌধুরী, ডা. রবিউল হোসেন চৌধুরী, ডা. দিবাকর বড়ুয়া, ডা. মোহাম্মদ সায়েম, ডা. ফারুকুল ইসলাম, ডা. মোহাম্মদ জাহেদুল ইসলাম, ডা. মোহাম্মদ ফখরুল ইসলাম কাউসার, ডা. মাহামুদুল ইসলাম চৌধুরী, ডা. সাজিদুল হাকিম, ডা. মীর অনাবিল, ডা. আল নাঈম আফরাদ, ডা. মারুফুল ইসলাম সৌরভ ও ডা. মোহাম্মদ সাহাবুদ্দিন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিএনপি শিক্ষার আলোক ছড়িয়ে দিতে চায়
পরবর্তী নিবন্ধবন্দর থানার বিভিন্ন ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল