মুক্তিযুদ্ধকালীন ৭নং সেক্টরের কমান্ডার শহীদ মেজর নাজমুল হক বিপ্লবতীর্থ চট্টগ্রামের গর্বিত সন্তান। চট্টগ্রামের আমিরাবাদে জন্মগ্রহণকারী অকুতোভয় এই বীর মুক্তিযোদ্ধা একমাত্র সেক্টর কমান্ডার, যিনি ’৭১–এর ২৭ সেক্টেম্বর গুরুত্বপূর্ণ অপারেশন পরিকল্পনা প্রণয়ন শেষে শহীদ হন। তাঁকে বিনম্র শ্রদ্ধায় ও স্মরণে হৃদয়ে ধারণ করার উদ্দেশ্যে ৫৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে লোহাগাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে গত ৩০ অক্টোবর স্মরণসভা অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম জেলা পরিষদের অর্থায়নে শহীদ মেজর নাজমুল হক স্মৃতি পাঠাগারে বই প্রদান অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বার আউলিয়া ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা ও চবি সিনেট সদস্য রেজাউল কবির চৌধুরী। সভাপতিত্ব করেন লোহাগাড়া মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার আকতার আহমদ সিকদার। স্মরণসভায় বক্তব্য দেন, দক্ষিণ জেলা মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার মো. ইদ্রিস, যুদ্ধকালীন গ্রুপ কমান্ডার মোস্তাফিজুর রহমান চৌধুরী, প্রধান শিক্ষক আবু বক্কর, বীর মুক্তিযোদ্ধা আবদুর শুক্কুর, বীর মুক্তিযোদ্ধা আবদুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা বিজয় ধর, সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম প্রমুখ। বক্তারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তাঁর নামে একটি হল করার জন্য অনুরোধ জানান। গ্রামের বাড়িতে তাঁর নামে একটি প্রতিষ্ঠিত প্রাইমারি স্কুলকে হাই স্কুলে রূপান্তর করার জন্য দাবি জানান। শেষে মেজর নাজমুল হকের উপর প্রকাশিত একটি গ্রন্থ উন্মোচন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












