কক্সবাজারের পেকুয়ায় পুকুরে ডুবে জান্নাতুল নূর নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার রাজাখালী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মাতবরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু ওই এলাকার হোসেন আলীর কন্যা।
জানা যায়, সকালে উঠানে খেলছিল শিশুটি। খেলার ফাঁকে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে যায় সে। পরে শিশুটির পরিবারের লোকজন তাকে খোঁজে না পেয়ে বাড়ির পুকুরে খুঁজতে থাকে। এ সময় শিশুটির পিতা তাকে পুকুরে ভাসতে দেখে উদ্ধার করে। উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নেওয়া হলে সেখানে শিশু জান্নাতুল নূরকে মৃত ঘোষণা করা হয়।












