চোলাই মদসহ ইজিবাইক চালককে ধরিয়ে দিল ‘ডগ মেঘলার’

উখিয়া-টেকনাফ প্রতিনিধি | শনিবার , ১ নভেম্বর, ২০২৫ at ৯:৫১ অপরাহ্ণ

টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বিশেষ অভিযানে ‘ডগ মেঘলা’র এর সহায়তায় দেশীয় চোলাই মদসহ এক ইজিবাইক চালককে আটক করা হয়েছে। এ সময় মাদক বহনে ব্যবহৃত ইজিবাইকটিও জব্দ করা হয়।

শনিবার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা দমদমিয়া চেকপোস্টে এই অভিযান পরিচালনা করেন।

আটককৃত হলো টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল এলাকার বাসিন্দা আব্দুস সালামের পুত্র আব্দুর রহিম।

এ ব্যাপারে টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান জানান, সকালে দমদমিয়া চেকপোস্টে টেকনাফগামী ব্যাটারিচালিত একটি ইজিবাইককে তল্লাশির জন্য থামানো হয়। এ সময় কে-৯ ডগ ‘মেঘলা’ ইজিবাইকের পেছনের সিটের নিচে বিশেষভাবে লুকানো ২৮ লিটার দেশীয় চোলাই মদ শনাক্ত করে।

তিনি আরও জানান, মদসহ ইজিবাইক জব্দ করে চালককে আটক করা হয়েছে। পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আটককৃত ব্যক্তিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় কারখানা থেকে ৫ লাখ ৬৭ হাজার টাকার চুরি যাওয়া সাবান উদ্ধার
পরবর্তী নিবন্ধযমুনায় তিন বাহিনী প্রধান, যা জানা গেল