বাংলাদেশ জমিয়তুল মোদার্রেসীন এর কেন্দ্রীয় সভাপতি ও দৈনিক ইনকিলাব এর সম্পাদক এ এম বাহাউদ্দিন বলেছেন, মাদ্রাসা শিক্ষায় মহিলাদের সম্পৃক্ততা এখন বিস্ময়ের। ইসলামী জ্ঞান আহরণের ক্ষেত্রে পুরুষের চেয়ে তারা কোনোভাবেই পিছিয়ে নেই। তাই মাদ্রাসা শিক্ষার টেকসই উন্নয়নে শিক্ষিকাদেরও দায়িত্বশীল ভূমিকায় এগিয়ে আসতে হবে। তিনি বলেন, শিক্ষিকাদের আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণ গ্রহণ করে সেই মোতাবেক শিক্ষার্থীদের পারদর্শী করে তুলতে হবে। আধুনিক শিখন পদ্ধতি ও তথ্য প্রযুক্তির যথার্থ ব্যবহারে সম্যক ধারণা অর্জন করে তা যথাযথ প্রয়োগে সচেষ্ট হতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে সামাজিক ও নৈতিক মূল্যবোধ তৈরি এবং তাদের আচরণগত বিকাশে অধিকতর মনযোগী হতে হবে। বাংলাদেশ জমিয়তুল মোদার্রেসীন চট্টগ্রাম উত্তর, দক্ষিণ মহানগর এর উদ্যোগে গত ২৭ অক্টোবর বিকেল ৩টায় নগরীর ষোলশহর জামেয়া আহমদীয়া সুন্নীয়া কামিল মহিলা মাদ্রাসা মিলনায়তনে ‘মাদ্রাসা শিক্ষার মানোন্নয়নে শিক্ষিকাদের করণীয়’ শীর্ষক মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। জামেয়া আহমদীয়া সুন্নীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা আবদুল আলিম রিজভীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তা ছিলেন, বাংলাদেশ জমিয়তুল মোদার্রেসীন এর কেন্দ্রীয় মহাসচিব অধ্যক্ষ আল্লামা শাব্বির আহমদ মোমতাজী। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জমিয়তুল মোদার্রেসীন চট্টগ্রাম অঞ্চলের সমন্বয়ক অধ্যক্ষ আল্লামা ছৈয়দ মুহাম্মদ আবু ছালেহ, স্বাগত বক্তব্য রাখেন জামিয়া আহমদিয়া সুন্নীয়া মহিলা কামিল মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা ড. মুহাম্মদ সরওয়ার উদ্দীন। বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক ইফফাত জাহান, ফারজানা আফরোজ, হাসনা আফরোজ, শামীমা আক্তার, শেখ কামরুন নাহার, অধ্যাপক শামীমা আক্তার, তাসলিমা আক্তার, শাম্মী আক্তার, শাহানা আফরোজ, চেমন আরা, হামিদা বেগম, রুমা আক্তার, প্রভাষক নিলুফার ইয়াসমিন, রাহনুমা নাসরিন, উম্মে তৈয়্যবা, সুমাইয়া আক্তার, তাসনুভা ইসলাম, ইশরাত শারমিন, বেবী আক্তার প্রমুখ। জমিয়তুল মোদার্রেসীন এর কেন্দ্রীয় মহাসচিব অধ্যক্ষ আল্লামা শাব্বির আহমদ মোমতাজী তার বক্তব্যে বলেন, বাংলাদেশের মোট জনসংখ্যার অর্ধেকই মহিলা। সুতরাং মহিলাদের বাদ দিয়ে জাতীয় জীবনে সৎ, যোগ্য, দক্ষ এবং সুশিক্ষিত একটি জাতি গঠন সম্ভব নয়। প্রেস বিজ্ঞপ্তি।







