চন্দনাইশে গভীর রাতে শতাধিক বস্তা সার পাচারের চেষ্টা

চন্দনাইশ প্রতিনিধি | শনিবার , ১ নভেম্বর, ২০২৫ at ৭:২১ পূর্বাহ্ণ

চন্দনাইশ থেকে বিএসআইসি এর প্রায় শতাধিক বস্তা সার পাচারের চেষ্টা ব্যর্থ হয়েছে। গত বৃহস্পতিবার গভীর রাতে চন্দনাইশের কাঞ্চনাবাদ এলাকার সার ডিলার মেসার্স রহমান এন্ড সন্স থেকে ট্রাকভর্তি করে সারের বস্তাগুলো বান্দরবানে পাচারের চেষ্টা করা হচ্ছিল। কিন্তু গোয়েন্দা নজরদারির কারণে ওই ডিলার সারের বস্তাগুলো পাচারে ব্যর্থ হয়।

জানা যায়, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন অনুমোদিত সার ডিলার চন্দনাইশের কাঞ্চনাবাদ এলাকার মেসার্স রহমান এন্ড সন্সের স্বত্বাধিকারী মো. মঈনুদ্দিন উচ্চমূল্যে বিক্রির জন্য বৃহস্পতিবার রাত ১০টার পর ট্রাক ভর্তি করে প্রায় শতাধিক বস্তা সার বান্দরবান জেলায় পাচার করছিলেন। এর মধ্যে ইউরিয়া, টিএসপি, এমওপি সারের বস্তা রয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ সংবাদ পেয়ে উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ মো. আজাদ হোসেন দ্রুত কাঞ্চনবাদ এলাকার ওই সার ডিলার মো. মঈনুদ্দিনের দোকানে পৌঁছেন এবং রাতেই সারগুলো ফেরত আনার নির্দেশ দেন।

উপজেলা কৃষি কর্মকর্তা আজাদ হোসেন জানান, কাঞ্চনাবাদের সার ডিলার মো. মঈনুদ্দিন ৭৫ বস্তা সার উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নে পাঠানোর কথা বলেন। যেহেতু এক এলাকার সার অন্য এলাকায় নেয়ার নিয়ম নেই এবং রাতে নিয়ে যাওয়া সন্দেহজনক। সেহেতু সারগুলো ফেরত নিয়ে আসার জন্য ওই ডিলারকে নির্দেশ দেয়া হয়। পরে রাত দেড়টার দিকে সারগুলো ফেরত নিয়ে আসা হয়েছে। বিষয়টি সন্দেহজনক হওয়ায় উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করা হয়েছে। রোববার এ ব্যাপারে সিন্ধান্ত নেয়া হবে বলে জানান তিনি।

উল্লেখ্য, বিএসআইসি’র ওই সার ডিলার মো. মঈনুদ্দিনের বিরুদ্ধে সরকার নির্ধারিত মূল্যের চেয়েও বেশি মূল্যে কৃষকদের নিকট সার বিক্রির অভিযোগ রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়িতে জায়গা নিয়ে বিরোধ, একজনকে পিটিয়ে হত্যা!
পরবর্তী নিবন্ধ১০০ কোটি টাকা পাচারে পানি জাহাঙ্গীরের নামে সিআইডির মামলা