বাংলাদেশ জমিয়তুল মোদার্রেসীনের কেন্দ্রীয় সভাপতি ও দৈনিক ইনকিলাবের সম্পাদক এ এম বাহাউদ্দীন বলেছেন– বিশ্বের ২য় বৃহত্তম মুসলিম রাষ্ট্র বাংলাদেশ। তথাপি এদেশে ইসলামী শিক্ষা ব্যবস্থা পশ্চাৎমূখী। শিক্ষাক্ষেত্রে মাদরাসা শিক্ষার ভূমিকা সাধারণ শিক্ষা ব্যবস্থার চেয়ে পিছিয়ে না থাকলেও মাদরাসা শিক্ষা অনেকটা গুরুত্বহীন। তাই মাদরাসা শিক্ষার আধুনিকায়ন এবং অধিকতর যুগোপযোগী করে গড়ে তুলতে সম্মিলিত প্রয়াস বাস্তবায়ন খুবই জরুরি বলে উল্লেখ করেন। বাংলাদেশ জমিয়তুল মোদার্রেসীন চট্টগ্রাম উত্তর, দক্ষিণ মহানগরের উদ্যোগে গত সোমবার বেলা ১১টায় নগরীর ‘দি এলিনা এন্ড সুটস রুপটপ রেস্টুরেন্টে’ পীর মাশায়েখদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তারা উপরোক্ত মন্তব্য করেন। আহলে সুন্নাত ওয়াল জামাআতের কো–চেয়ারম্যান অধ্যক্ষ ছৈয়দ মুহাম্মদ অছিউর রহমান আল কাদেরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন–বাংলাদেশ জমিয়তুল মোদার্রেসীনের কেন্দ্রীয় সভাপতি ও দৈনিক ইনকিলাবের সম্পাদক এ এম বাহাউদ্দীন। প্রধান বক্তা উপস্থিত ছিলেন– বাংলাদেশ জমিয়তুল মোদার্রেসীনের কেন্দ্রীয় মহাসচিব অধ্যক্ষ আল্লামা শাব্বির আহমদ মোমতাজী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন– আলম শাহপাড়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আল্লামা শামসুল আলম, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অধ্যক্ষ এজহারুল হক, মাওলানা মুহাম্মদ মোবাশশিরুল হক নাঈম, স্বাগত বক্তব্য রাখেন জমিয়তের চট্টগ্রাম অঞ্চলের সমন্বয়ক অধ্যক্ষ ছৈয়দ মুহাম্মদ আবু ছালেহ্, বক্তব্য রাখেন অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দীন, অধ্যক্ষ আল্লামা আবদুল খালেক শওকী, অধ্যক্ষ আল্লামা একরামুল হক। অধ্যক্ষ ড. হাফেজ মহিউল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন কাজী এরশাদ উল্লাহ্ রজায়ী, শাহাজাদা হাবিব উল্লাহ্ খান মারুফ, অধ্যক্ষ মুহাম্মদ ছালেহ্ আহমদ আনছারী, শাহাজাদা এ আর কামরুল ইসলাম, অধ্যক্ষ ছৈয়দ ত্বোয়াহা মোহাম্মদ মোদ্দাচ্ছির, অধ্যক্ষ রিদুয়ানুল হক হক্কানি, অধ্যক্ষ মুহাম্মদ আলা উদ্দীন আল কাদেরী, অধ্যক্ষ ড. খলিলুর রহমান, সৈয়দ মাহমুদুল হক নঈমী, শাহাজাদা সৈয়দ মুহাম্মদ মাসুম কামাল, মুফতি ছালেহ্ সুফিয়ান, নজরুল ইসলাম মাইজভান্ডারি, হাফেজ মুহাম্মদ নঈম উদ্দীন নাঈমী মাইজভান্ডারি, মোহাম্মদ নাসির উদ্দীন আশরাফী, মাওলানা আবু আহমদ আজহারী, শাহাজাদা সৈয়দ খায়রুল আমিন চিশতি, এডভোকেট মীর মোহাম্মদ ফেরদৌস আলম সেলিম, শাহাজাদা আহমদুর রহমান হক্কানি, সৈয়দ আবেদ শাহ চিশতি, শাহাজাদা শামসুদ্দিন হাবাবী, এস এম আবু ছাদেক সিটু, শাহাজাদা মহিউদ্দিন মোহাম্মদ তাওসিফ রেজা মোহাম্মদ ওমর ফারুক প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।
 
        
