বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রের উপ-পরিচালক অপুর আয়কর নথি জব্দ

| শুক্রবার , ৩১ অক্টোবর, ২০২৫ at ৭:৪৮ পূর্বাহ্ণ

বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রের উপপরিচালক (সাময়িক বরখাস্তকৃত) ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপুর আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। গতকাল বৃহস্পতিবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। দুদকের পক্ষে আবেদনটি করেন সংস্থাটির সহকারী পরিচালক আবুল কালাম আজাদ। খবর বিডিনিউজের।

আবেদনে বলা হয়েছে, শরীফ মাহমুদ অপুর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারপূর্বক নিজ নামেবেনামে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ তদন্তাধীন রয়েছে। মামলাটির সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামি মো. শরীফ মাহমুদ অপুর আয়কর নথির স্থায়ী অংশ, বিবিধ অংশ ও এ্যাসেসমেন্ট প্রতিবেদন (যদি থাকে) এবং নোটসিটসহ সংশ্লিষ্ট যাবতীয় রেকর্ডপত্র/তথ্যাদি এবং অফিস আদেশের অংশ সংগ্রহপূর্বক পর্যালোচনা করা একান্ত প্রয়োজন। এমতাবস্থায়, মো. শরীফ মাহমুদ অপুর আয়কর নখির শুরু হতে ২০২৩২০২৪ করবর্ষ পর্যন্ত আয়কর নথির স্থায়ী অংশ, বিবিধ অংশ ও এ্যাসেসমেন্ট প্রতিবেদন (যদি থাকে) এবং নোটসিটসহ সংশ্লিষ্ট যাবতীয় রেকর্ডপত্র/তথ্যাদি এবং অফিস আদেশের অংশ পর্যালোচনা পূর্বক সাক্ষ্যস্মারক প্রদানের লক্ষ্যে সত্যায়িত ফটোকপি (একসেট) এবং মামলার আলামত হিসাবে জব্দকরণের লক্ষ্যে আদেশ দানে প্রার্থনা করা হলো।

পূর্ববর্তী নিবন্ধনানা আয়োজনে চুয়েটে ২৩তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন
পরবর্তী নিবন্ধগণভোট নভেম্বরেই শেষ করতে হবে