পল্টন হত্যাকাণ্ডের খুনিদের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হতে হবে

মহানগরী জামায়াতের আলোচনা সভায় জাফর সাদেক

| বৃহস্পতিবার , ৩০ অক্টোবর, ২০২৫ at ৮:১৮ পূর্বাহ্ণ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য মুহাম্মদ জাফর সাদেক বলেন, ২৮ অক্টোবর একটি শোকাবহ দিন, পাশবিকতার নির্লজ্জ উল্লাসের দিন ও দানবীয় নৃশংসতার দিন। এই ২৮ অক্টোবরে গণহত্যা কেয়ারটেকার সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর বাধাগ্রস্ত করা এবং গণতান্ত্রিক ও নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তনের ধারা নস্যাৎ করার জন্য তারা এই হত্যাকাণ্ড করেছিল। এই হত্যাকাণ্ড ছিল সাম্রাজ্যবাদী ও আধিপত্যবাদী গোষ্ঠীর ভয়াবহ ষড়যন্ত্র। হাসিনার নির্দেশে সেইদিন লগি বৈঠা এবং বোমা দিয়ে ৯ ঘন্টাব্যাপী হামলার নৃশংসতার দিন। সেদিন পল্টনসহ জামায়াত ও শিবিরের ১৪ জনসহ সারা দেশে ২১ জন ভাই শাহাদাত বরণ করেছেন। পল্টন হত্যাকাণ্ডের খুনিদের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হতে হবে। জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে, নভেম্বরেই গণ ভোট দিতে হবে।

গতকাল বুধবার দেওয়ানবাজারস্থ একটি কমিউনিটি সেন্টারে চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে পল্টন হত্যাকাণ্ড দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত আমির মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে ও নগর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশারের সঞ্চলনায় আরও বক্তব্য দেন, মহানগরীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ ও ফয়সাল মুহাম্মদ ইউনুস, নগর সাংগঠনিক সম্পাদক ডা. এ কে এম ফজলুল হক, বায়তুশ শরফ কামিল মাদ্রাসা সাবেক অধ্যক্ষ ড. প্রফেসর সাইয়েদ আবু নোমান, ডা. সিদ্দিকুর রহমান, নগর শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি এস এম লুৎফর রহমান, মাওলানা মমতাজুর রহমান, আমির হোছাইন, ডবলমুরিং থানা আমির ফারুকে আজম প্রমুখ। আলোচনা সভা ও দোয়া মাহফিলের মোনাজাত পরিচালনা করেন বায়তুশ শরফ কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ড. প্রফেসর সাইয়েদ আবু নোমান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাসুলুল্লাহ (স.)’র নেতৃত্বে ছিল ভালোবাসা ও মানবকল্যাণের অঙ্গীকার
পরবর্তী নিবন্ধলক্ষ্মীপুরে সড়কের পাশে পড়ে ছিল বাঁশখালীর যুবকের মরদেহ