এস এস ক্রিকেট একাডেমি আয়োজিত নয়ন নাথ নিরব স্মৃতি ওডিআই ক্রিকেট টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে বিএস স্পোর্টস একাডেমি ১৫৬ রানের জয় পেয়েছে। বিএস প্রথমে ব্যাট করে ৩৪.৪ ওভারে সব উইকেট হারিয়ে ২৫২ রান করে। দলের আদিল ৭৬ ও আরিফুল ৬৭ রান করে। ইনফিনিটির শোয়েব ৪টি উইকেট নেয়। জবাবে ইনফিনিটি ২৯.৫ ওভারে সব উইকেট হারিয়ে ৯৬ রান করে। দলের রাশেদুল ৬১ রান করে। বিএস স্পোর্টসের নাঈমুল ৩টি ও ইয়ামিন ২টি উইকেট পায়। ম্যান অফ দ্যা ম্যাচ বিজয়ী দলের মো. আদিল চৌধুরী। তার হাতে পুরস্কার তুলে দেন এস এস ক্লাবের উপদেষ্টা শিমুল ধর।
 
        
