আগামী ৭ থেকে ৯ নভেম্বর হংকংয়ের টিন কং রোড রিক্রিয়েশন গ্রাউন্ডে অনুষ্ঠেয় হংকং সিক্সেস ২০২৫ টুর্নামেন্টের জন্য গতকাল ৭ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২০২৪ সালের আসরে সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ। কিন্তু কখনো শিরোপা জিততে পারেনি। ঐ আসরের পারফরমেন্স আত্মবিশ্বাসী করছে বাংলাদেশকে। তাই এবার বাংলাদেশের লক্ষ্য শিরোপা জয়। আসন্ন হংকং সিক্সেস টুর্নামেন্টে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন উইকেটরক্ষক–ব্যাটার আকবর আলী। দলে ফিরেছেন অভিজ্ঞ পেস বোলিং অলরাউন্ডার আবু হায়দার রনি। দলে জায়গা ধরে রেখেছেন ওপেনার জিশান আলম ও মোহাম্মদ সাইফুদ্দিন। গত আসরে চার ম্যাচে জিশান ৭৬ গড়ে ১৫২ রান ও ৬ উইকেট এবং সাইফুদ্দিন ৩ উইকেট শিকার করেন। দলে আরও আছেন তিন ফরম্যাটে বাংলাদেশের হয়ে ৮০ ম্যাচ খেলা মোসাদ্দেক হোসেন সৈকত। এছাড়াও আছেন বাঁ–হাতি স্পিনার রাকিবুল হাসান এবং পেস–বোলিং অলরাউন্ডার তোফায়েল আহমেদ।











