জাতীয় ক্রীড়া পরিষদ গতকাল সকালে নারী ফুটবল দল ও অনূর্ধ্ব–১৮ নারী হকি দলকে একসঙ্গে আর্থিক পুরস্কার প্রদান করেছে। নারী এশিয়ান কাপে বাংলাদেশ প্রথমবারের মতো খেলার যোগ্যতা অর্জন করায় ৫০ লাখ আর অনূর্ধ্ব–১৮ নারী এশিয়া কাপে প্রথম অংশগ্রহণ করেই ব্রোঞ্জ জেতায় নারী হকি দলকে ২১ লাখ টাকা প্রদান করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। নারী হকি দলের প্রত্যেকে ৯৫ হাজার আর ফুটবল দলের প্রত্যেকে ১ লাখ ৬১ হাজার টাকা করে পেয়েছেন। বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক আফিদা খন্দকার আর্থিক পুরস্কার পেয়ে অনুপ্রাণিত হয়ে বলেন, ‘আমি প্রধান উপদেষ্টা, ক্রীড়া উপদেষ্টা মহোদয় এবং জাতীয় ক্রীড়া পরিষদকে ধন্যবাদ জানাই। এই পুরস্কার আমাদের অস্ট্রেলিয়ায় ভালো খেলতে অনুপ্রাণিত করবে। আমাদের দেশের হয়ে খেলে সাফল্য আনছি, সরকার আমাদের সম্মানিত করছে এতে আমরা খুশি।’ জাতীয় ক্রীড়া পরিষদ গতকাল নারী ও হকি দলের কন্টিনজেন্টের সবাইকে সমান অর্থ প্রদান করেছে। ফুটবলার, কোচিং স্টাফদের সমান অর্থ ম্যানেজার, ফেডারেশনের স্টাফরা পেয়েছেন।
 
        
